রাঙামাটির লংগদু উপজেলায় এক ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ তুলেছেন দলটির সংগঠক অংগ্য মারমা। তিনি বলেন, উপজেলার ছোট কাট্টলী এলাকায় শ্যামল চাকমা (৪৫) নামে তাদের এই কর্মীকে হত্যা করা হয়। খবর বিডিনিউজের।
গতকাল বুধবার সকালে তার মৃত্যু হয় বলে জানালেও কখন তাকে গুলি করা হয় তা বলতে পারেননি অংগ্য মারমা। শ্যামল চাকমার ঠিকানাও বলতে পারেননি অংগ্য মারমা। এই মৃত্যুর জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেন অংগ্য মারমা। তবে জেএসএসের লংগদু শাখার সাধারণ সম্পাদক মনি শংকর চাকমা বলেন, ওই এলাকাটি ইউপিডিএফের নিয়ন্ত্রণাধীন। সেখানে মঙ্গলবার রাতে কিছু সময় গোলাগুলি হয়েছে বলে স্থানীয়দের কাছে শুনেছি। কাদের মধ্যে গোলাগুলি হয়েছে এবং গুলিতে কেউ মারা গেছে কিনা সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
লংগদু থানার পরিদর্শক মো. সানজিদ আহম্মেদ বলেন, গোলাগুলির খবর রাতে শুনেছি। ঘটনাস্থল এতই দুর্গম যে রাতে আমাদের পক্ষে যাওয়া সম্ভব ছিল না। লংগদু ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য সাধন কুমার চাকমা মঙ্গলবার রাতে গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন।