রাউজান থেকে ১৬ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ২৪ আগস্ট, ২০২২ at ৭:২১ অপরাহ্ণ

রাউজানের দক্ষিণ পাহাড়তলীর খেলা ঘাট চৌধুরী বাড়ির এলাকা থেকে থেকে ১৬ ফুট দৈর্ঘ্য ও ২৫ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ।

আজ বুধবার(২৪ আগস্ট) দুপুরে স্থানীয় ও ওয়াইল্ডলাইফ এন্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশ(ডাব্লিউএসআরটিবিডি)-এর সহযোগিতায় রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে এ সাপটি উদ্ধার করা হয়।

হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার দক্ষিণ পাহাড়তলীর খেলা ঘাট চৌধুরী বাড়ির এলাকার স্থানীয় লোকজন অজগর সাপটি মাছ ধরার জালে আটকা অবস্থায় দেখতে পেয়ে ডাব্লিউএসআরটিবিডি-এর সহযোগিতায় সাপটি উদ্ধার করে।

উদ্ধারকৃত সাপের দৈর্ঘ্য ১৬ ফুট এবং ওজন ২৫ কেজি। পরে বনবিভাগের আওতাধীন গহীন জঙ্গলে সেটিকে অবমুক্ত করা হয়।

এতে সহযোগিতা করেন এফজি শাহআলম তালুকদার, অফিস সহকারী আশুতোষ দাশ ডাব্লিউএসআরটিবিডি সদস্যবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধসলিমপুরের ঘটনায় ৬ মামলা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় বৈদ্যুতিক খুঁটির সাথে বাসের ধাক্কা, চালক সহকারী নিহত