বিদ্যুৎ বাঁচানোর চেষ্টায় সরকারি অফিস ও ব্যাংকের পরিবর্তিত সময়সূচির সঙ্গে মিল রেখে পুঁজিবাজারেও লেনদেনের সময়ে পরিবর্তন আনা হয়েছে।
আজ বুধবার থেকে দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেশ শুরু হবে সকাল সাড়ে ৯টায়, চলবে বেলা ১টা ৫০ মিনিট পর্যন্ত। এরপর পোস্ট ক্লোজিং সেশন রাখা হয়েছে ২টা পর্যন্ত। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মুখপাত্র মো. রেজাউল করিম গতকাল এ তথ্য জানান। খবর বিডিনিউজের।
এখন পুঁজিবাজারে লেনদেন চলে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। এখন পোস্ট ক্লোজিং সেশন থাকে ১৫ মিনিট, তা কমিয়ে ১০ মিনিট করা হয়েছে।
সরকারের নির্দেশনা অনুযায়ী, বুধবার থেকে ব্যাংকে লেনদেন করা যাবে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। সে অনুযায়ী লেনদেন সময় সামান্য কমিয়ে পুঁজিবাজারের জন্য নতুন সময়সূচি ঠিক করে দিল নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের দাপ্তরিক কাজ অন্যান্য সরকারি অফিসের মতই সকাল ৮টা থেকে ৩টা পর্যন্ত চলবে।
ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) অফিস সূচিও র্নিধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার এক সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশে কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠানের অফিস সূচি হবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্র ও শনিবার। এ সূচিও কার্যকর হবে বুধবার থেকে।












