সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ড শুধু একটি হত্যাকাণ্ডই নয়, একটি স্বাধীন, অসামপ্রদায়িক জাতিকে পরাধীন ও সামপ্রদায়িক করার পাশবিক চক্রান্তও বটে। বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনাকারী হতে হত্যাকাণ্ড বাস্তবায়নকারী পর্যন্ত সবাই অপরাধী। জিয়াউর রহমান পনের আগস্টের নারকীয় হত্যাকাণ্ডের মূল কুশীলব এবং তার পুত্র তারেক রহমান এর পরিকল্পনায় একুশে আগস্টের গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। অর্থাৎ বিএনপি এদেশে হত্যার রাজনীতির ঘৃন্য ইতিহাস তৈরি করেছে এবং তারা এখনও সে ধারাকে বজায় রাখতে দেশের বিরুদ্ধে, উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আন্দোলনের নামে দেশে অরাজকতা সৃষ্টি করে মানুষ খুন করা তাদের রাজনৈতিক উদ্দেশ্য।
সাতকানিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসিমুল করিম শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাস্টার ফরিদুল আলম, মৃদুল দাশ, পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, মোহাম্মদ শাহজাহান, জসিম উদ্দীন, সদর ইউনিয়ন এর চেয়ারম্যান সেলিম উদ্দীন, সাইদুর রহমান দুলাল, আইয়ুব চৌধুরী, নাজিম উদ্দীন, মুজিবুর রহমান, মোরশেদ আলম দুলু, সাইফুল ইসলাম সুমন, নবাব মিয়া রকিব, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী, জেলা ছাত্রলীগের সহ সভাপতি কে এম পারভেজ, এস কে নুর রুবেল, আরিফুর রহমান, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ এহসানুল করিম, আনিসুর রহমান, আহাদুল ইসলাম জাবেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











