হালদা নদীতে গতকাল মঙ্গলবার পৃথক অভিযান পরিচালনা করেছে নৌ পুলিশ। অভিযানে ৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। সদরঘাট নৌ থানা এবং নদীর অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্প এই অভিযান পরিচালনা করে। সদর ঘাট নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গতকাল মঙ্গলবার হালদা নদীতে নৌ পুলিশ পৃথক অভিযান পরিচালনা করেছে। নদীর কচুখাইন এলাকা ও কালুরঘাট সেতু সংলগ্ন নদীর মোহনায় পরিচালিত অভিযান এক জায়গা থেকে ৪ হাজার ৫ মিটার এবং কচুখাইন এলাকা থেকে ১ হাজার ৫ শ মিটার অবৈধ ঘেরা জাল জব্দ করা হয়েছে। নদীর মাছের সুরক্ষা ও জীব বৈচিত্র্য রক্ষা জন্য হালদা নদীতে অভিযান অব্যাহত থাকব। উদ্ধারকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।









