রাঙামাটিতে ইন্টারনেট ক্যাবল সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. মোক্তার উদ্দিন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে রাঙামাটি শহরের তবলছড়ি বাজারে এ ঘটনা ঘটে। মারা যাওয়া যুবক রাঙামাটি শহরের তবলছড়ি স্বর্ণটিলা এলাকার মো. জসিম উদ্দিন ছেলে।
স্থানীরা জানায়, মোক্তার একটি ইন্টারনেট ক্যাবল সংযোগ দেয়ার কাজে নিয়োজিত ছিল। মঙ্গলবার দুপুরের দিকে ইন্টারনেট ক্যাবল নিয়ে বিদ্যুতের খুঁটির উপর উঠলে বিদ্যুতের সঞ্চালন তারের সঙ্গে লেগে বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যায়। এতে তার মাথায় শক্তভাবে চোট লাগে। তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তৃষা চাকাম জানিয়েছেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ছেলেটি মারা যায়। মূলত মাথায় আঘাতজনিত কারণেই তার মৃত্যু হয়।
মহেশখালী প্রতিনিধি জানান, মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকের উল্লাহ (২২) নামের এক পান বরজ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার হোয়ানক ইউনিয়নের বড়ছড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত শাকের উক্ত গ্রামের আব্দুল মালেকের পুত্র।
পান বরজের মালিক বড়ছড়া গ্রামের মো. জাকারিয়া জানান, স্থানীয় ফরিদুল আলম আমার পান বরজের চালের উপর দিয়ে বাড়ি থেকে অবৈধভাবে নিজের পোল্ট্রি ফার্মে বিদ্যুৎ সংযোগ নেয়। গতকাল সকালে বরজে কাজ করার সময় শ্রমিক শাকের উল্লাহ বিদ্যুতের ছেঁড়া ও নষ্ট তারে স্পৃষ্ট হয়ে মারাত্মকভাবে আহত হয়। তাকে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি মহেশখালী পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এখনো পর্যন্ত অবৈধ সাইট কানেকশনটি বন্ধ করা হয়নি।
উল্লেখ্য, ইতিপূর্বে একই স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বড়ছড়া গ্রামের তেজেদ্র লাল দের ছেলে সুলাল কান্তি দে মারা যায়।












