চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির যৌক্তিক দাবি অবিলম্বে মেনে নিয়ে তাদের জীবনধারণের জন্য প্রয়োজনীয় সকল সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে সচেতন নাগরিকবৃন্দ, চট্টগ্রাম আয়োজিত সমাবেশ থেকে। গতকাল সোমবার নগরীর চেরাগী পাহাড় মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, বছরের পর বছর ধরে চা শ্রমিকরা নির্যাতন-নিপীড়ণ, শোষণ-বঞ্চনা-বৈষম্যের শিকার হয়ে আসছেন। চা বাগানের মালিকরা শ্রমিকদের রক্তের উপর হাজার হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন। অবিলম্বে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধিসহ সকল যৌক্তিক দাবি মেনে নিয়ে তাদের জীবনধারণের জন্য প্রয়োজনীয় সকল সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়। সমাবেশে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নাট্যকার প্রদীপ দেওয়ানজী, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শরীফ চৌহান, ন্যাপ নেতা মিটুল দাশগুপ্ত, সাংবাদিক মহসীন কাজী, জাসদ নেতা জসিম উদ্দিন বাবুল, ফজলুল কবির মিন্টু, আবৃত্তি শিল্পী রাশেদ হাসান। সাংবাদিক প্রীতম দাশের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন, প্রণব চৌধুরী, রাশেদুল সামির, সাংবাদিক অনুপম শীল, সাংবাদিক সোলাইমান আকাশ, সিঞ্চন ভৌমিক, আবিদুর রহমান। উপস্থিত ছিলেন সাংবাদিক ঋতিক নয়ন, মিঠুন চৌধুরী, আমিনুল ইসলাম মুন্না, মিনহাজুল ইসলাম, সজল চৌধুরী, আর কে দাশ, মিনু মিত্র, মোহাম্মদ জাফর, মো. রিয়াদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












