আজাদীর সাবেক সম্পাদনা সহকারী তপন কান্তি দাশ বর্মণের পরলোকগমন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৩ আগস্ট, ২০২২ at ৫:৩৬ পূর্বাহ্ণ

দৈনিক আজাদীর সাবেক সিনিয়র সম্পাদনা সহকারী ও চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য প্রবীণ সাংবাদিক তপন কান্তি দাশ বর্মণ গত ২১ আগস্ট রোববার দিবাগত রাত ৩ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে যান। গতকাল সোমবার সকালে নগরীর বলুয়ার দীঘি শ্মশানে প্রয়াতের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। তপন দাশবর্মণ দৈনিক আজাদীর মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন এবং এখান থেকেই তিনি অবসরে যান। সাংবাদিক তপন দাশবর্মণের মৃত্যুর সংবাদে তার দীর্ঘ কর্মজীবনের সহকর্মীরা হাসপাতালে এবং বলুয়ার দীঘি শ্মশানে ছুটে যান।
এদিকে প্রবীণ সাংবাদিক তপন দাশবর্মণের মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে এক শোক জানানো হয়েছে। এক বিবৃতিতে প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস এবং সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, তাঁর আকস্মিক মৃত্যুতে আমরা খুবই মর্মাহত। নেতৃবৃন্দ প্রয়াত তপন কান্তি দাশ বর্মনের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান

পূর্ববর্তী নিবন্ধঘর ছেড়ে রাজপথে নেমে আসুন বিক্ষোভে শামিল হোন
পরবর্তী নিবন্ধভেজাল ওষুধ প্রতিরোধে ঐক্যবদ্ধ হতে হবে