১৩ মামলায় ৬৫ হাজার টাকা জরিমানা

সড়ক ও ফুটপাত দখল

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৩ আগস্ট, ২০২২ at ৫:৩৫ পূর্বাহ্ণ

সড়ক ও ফুটপাতে নির্মাণ সামগ্রী রেখে পথচারীর চলাচলে বিঘ্ন ঘটানো, দোকানের বর্ধিত অংশ দিয়ে ফুটপাত দখলসহ বিভিন্ন অপরাধে নগরের ১৩ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার পৃথক দুটি অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন। অভিযানে অংশ নেন ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মো. আবুল হাশেম। সংশ্লিষ্টরা জানান, অভিযানে চট্টগ্রাম মেডিকেলের সামনে সড়কের ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডকে ৩০ হাজার টাকা ও দোকানের সামনের অংশ বর্ধিত করে ফুটপাত দখল করায় এবং ফুটপাতে ময়লা ফেলার দায়ে অপর তিন জনের বিরুদ্ধে মামলা করে নয় হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অপরাধে আরেকটি ডায়াগনাস্টিক সেন্টারকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসতে সময় দেয়া হয়। বহদ্দারহাট, বাদুরতলা, কাপাসগোলা, তেলিপট্টি সড়কের উভয় পাশে ফুটপাত ও রাস্তার অংশ দখল করে দোকানের মালামাল ও নির্মাণ সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ছয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। দখলমুক্ত করা হয় ফুটপাত ও রাস্তা।
এদিকে মাংসবিহীন দিবসে মাংস বিক্রির অপরাধে সদরঘাট রোডে তিন দোকান মালিকের বিরুদ্ধে মামলা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে এনসিটিবি ও মাউশির প্রশিক্ষণ কর্মশালা
পরবর্তী নিবন্ধ১৫ আগস্ট ও ২১ আগস্ট হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা