অবৈধ ও ঘৃণিত কর্মকাণ্ডের সাথে জড়িত কাউকে ছাড় নয়

সাতকানিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় নদভী এমপি

| মঙ্গলবার , ২৩ আগস্ট, ২০২২ at ৫:৩২ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেছেন, বৈশ্বিক মহামারি করোনার করালগ্রাসে বিশ্বের অনেক উন্নত দেশ যেখানে সমস্যা সঙ্কুল পরিস্থিতির সম্মুখীন সেখানে বিশাল জনগোষ্ঠীর দেশ বাংলাদেশের অর্থনীতি টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা ঠিক রাখার পাশাপাশি দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য, শিক্ষাখাতে যথেষ্ট এগিয়েছে। আর এসব কিছু সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার ফসল। তিনি বলেন, অবৈধ ও ঘৃণিত কর্মকান্ডের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটিয়ে জনসাধারণের স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত করার যেকোন অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে। তিনি নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকারের সঙ্গে একযোগে কাজ করার জন্য স্থানীয় ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তোজ জোহরার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ মোতালেব, সাতকানিয়া সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শিবলী নোমান, সহকারী কমিশনার (ভূমি) মং চিংনু মারমা। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আ.লীগ নেতা নুরুল আবছার চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনজুম আরা বেগম, ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আব্দুল হান্নান, দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাকসুদ রহমান, মাস্টার ফরিদুল আলম, কুতুবউদ্দিন চৌধুরী, পৌরসভা মেয়র মোহাম্মদ জোবায়ের, মাহফুজ উন নবী খোকন, এরফানুল করিম চৌধুরী, চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরী, মোহাম্মদ সেলিম, মোজাম্মেল হক, ওসমান আলী, চেয়ারম্যান জসিম উদ্দিন, নাছির উদ্দীন টিপু, মাহবুবর রহমান, মোরশেদুল আলম চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত রাখার অনুরোধ
পরবর্তী নিবন্ধআলিফা মোস্তফা