আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) এর চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের আয়োজনে গোল টেবিল বৈঠক গতকাল সোমবার রাতে নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। মানবিক কার্যক্রমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মী স্বেচ্ছাসেবকদের সেফার একসেস বিষয়ক গোল টেবিল বৈঠকে স্বাগত বক্তব্য দেন, বিডিআরসিএস-এর ট্রেজারার ও রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এম এ সালাম। শুভেচ্ছা বক্তব্য দেন, বিডিআরসিএস-এর উপ-মহাসচিব মো. রফিকুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়ার সঞ্চালনায় বৈঠকে আইসিআরসির হেড অব ডেলিগেশন কাতিয়া লরেন বক্তব্য রাখেন।
ধন্যবাদ জ্ঞাপন করেন বিডিআরসিএস-এর ব্যবস্থাপনা পর্র্ষদের সদস্য এবং চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ সফিউল আজম।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আইনগত ভিত্তি (পিও-২৬) এবং ম্যান্ডেট তুলে ধরে আলোচনার মাধ্যমে সংবেদনশীল এবং অনিরাপদ পরিস্থিতিতে মানবিক সহায়তা দেয়ার জন্য বিডিআরসিএস-এর কর্মী এবং স্বেচ্ছাসেবকদের নিরাপদ প্রবেশগম্যতা নিশ্চিত করাই এ গোল টেবিল বৈঠকের উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। এছাড়াও প্রবেশগম্যতার পথে প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিত করে তা দূরীকরণের উপায় খুঁজে বের করাও এ গোল টেবিলের উদ্দেশ্য।
বৈঠকে অংশ নিয়ে অভিমত ব্যক্ত করেন সাংবাদিকতায় একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান, পুলিশের উপ-মহাপরিদর্শক আনোয়ার হোসেন, পুলিশ সুপার এস এম রশিদুল হক, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোস্তফা কামরুল আখতার, শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর আবদুল আলীম, মাউশি চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর হোসাইন আরিফ এলাহী, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. সাখাওয়াত উল্ল্যাহ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্লাহ মারুফ, কমিউনিস্ট পার্টির মো. জাহাঙ্গীর, বাসস চট্টগ্রামের ব্যুরো প্রধান কলিম সরওয়ার, বিটিভি, চট্টগ্রাম কেন্দ্রের জিএম মাহফুজা আক্তার ছাড়াও সামরিক বাহিনী, র্যাব, আনসার ও ভিডিপি, বিজিবি, কোস্ট গার্ড, ডিজিএফআই, এনএসআই, ফায়ার সার্ভিস, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সরকারি পদস্থ কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও সোসাইটির পরিচালক ও সেফার অ্যাকসেস ফোকালসহ রেড ক্রিসেন্ট জাতীয় সদর দপ্তর কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
আলোচনায় অংশ নিয়ে বক্তারা মানবিক কার্যক্রমে রেড ক্রিসেন্টের ভূমিকার প্রশংসা করেন। বিশেষ করে কঙবাজারে অবস্থিত বলপূর্বক বাস্তচ্যুত মায়ানমার নাগরিকদের বিভিন্নমূখী মানবিক সহায়তা প্রদান, দুর্যোগে সাড়াদান, সিপিপি, পারিবারিক যোগাযোগ পুনস্থাপন ও অন্যান্য বিপদাপন্ন জনগোষ্ঠীকে জরুরি মানবিক সেবা প্রদান ও জীবন বাঁচাতে সহায়তা প্রদানের কথা উল্লেখ করা হয়।