পটিয়ায় এক ডেইরি ফার্মের দুই কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে ও সশস্ত্র ডাকাতরা ৭টি গরু ও নগদ টাকা লুট করেছে। উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাঁচুরিয়া এলাকায় গত রোববার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে চৌধুরী ডেইরি ফার্মে এ ঘটনা ঘটে।
এ সময় মুখোশধারী ৪ ডাকাত ফার্মের অফিস কক্ষে ঢুকে নগদ ১ লাখ ৬০ হাজার টাকা, ফার্মের সিসিটিভির মনিটর, সিসিটিভির ডিভিআরও লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ডেইরি ফার্মের মালিক মো. হেলাল উদ্দীন চৌধুরী বাদী হয়ে পটিয়া থানায় গতকাল অজ্ঞাত ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
ফার্মের মালিক ও অভিযোগ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে ফার্মে ডাকাতি ও লুটের ঘটনা ঘটে। এ সময় স্বশস্ত্র ৪ লুটেরা ডেইরি ফার্মের ভিতরে প্রবেশ করে ফার্মের দুই কর্মচারীকে অস্ত্রের মুখে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে ফার্ম থেকে ২০ লাখ টাকা দামের ফ্রিজিয়ান জাতের ৬টি গাভী ও ১টি বাছুর একটি পিকআপে তুলে নেয় এবং যাওয়ার সময় ফার্মের অফিস কক্ষ থেকে নগদ ১ লাখ ৬০ হাজার টাকা, ফার্মের সিসি টিভির মনিটর, সিসি টিভির ক্যামরার ডিভিআরসহ লুট করে নিয়ে যায়। এ সময় বেশ কয়েকজন পথচারী বিষয়টি দেখতে পায়। পরে সোমবার ভোর ৪টার দিকে পথচারীরা ফার্মের মালিক হেলাল উদ্দীন চৌধুরীকে তার মুঠোফোনে জানালে, তিনি ফার্মে এসে কর্মচারীদের উদ্ধার করেন এবং ঘটনার বিষয়ে জানতে পারেন।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, গরু লুটের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।












