শুক্র ও শনিবার শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি

| মঙ্গলবার , ২৩ আগস্ট, ২০২২ at ৪:৫৪ পূর্বাহ্ণ

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে মন্ত্রিসভায় সিদ্ধান্ত আসার পর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে এ দুদিন বন্ধ রাখার পৃথক নির্দেশনা দেওয়া হয়েছে, যা আগামী সপ্তাহ থেকেই কার্যকর হবে। খবর বিডিনিউজের।
গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার করার নির্দেশনা দিয়েছে। এতে বিশ্ববিদ্যালয়গুলোকে স্ব স্ব কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও অনুরোধ জানানো হয়েছে। আর সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোও এ দুদিন বন্ধ থাকবে বলে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে দুই দিন সাপ্তাহিক ছুটির সিদ্ধান্ত হলেও সময়সূচিতে এখনই কোনো পরিবর্তন আসছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। গতকাল সন্ধ্যায় ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘সপ্তাহের ছয়দিন পাঠদানের যে কাজ সম্পন্ন হত, তা পাঁচ দিনেই করতে হবে। আপাতত স্কুল-কলেজের সময়সূচি পরিবর্তন হচ্ছে না।’

পূর্ববর্তী নিবন্ধকাল থেকে অফিস সময় ৮টা-৩টা
পরবর্তী নিবন্ধবুস্টার ডোজ নেওয়ার ৬ মাস পর কমে অ্যান্টিবডি : গবেষণা