জ্বালানি সংকটের মধ্যে বিদ্যুৎ সাশ্রয়ের চেষ্টায় কর্মঘণ্টা কমিয়ে অফিস ও ব্যাংকের সময়সূচি বদলে দিয়েছে সরকার। কাল বুধবার থেকে সকল সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস খোলা থাকবে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এতদিন সরকারি কর্মীরা অফিস করতেন সকাল ৯টা থেকে বিকাল ৫টা। এখন থেকে ব্যাংকের লেনদেন এক ঘণ্টা এগিয়ে এনে ৯টায় শুরু হবে, যা চলবে বিকেল ৩টা পর্যন্ত। অপরদিকে ব্যাংকের সময়ের সঙ্গে মিল রেখে পুঁজিবাজারে লেনদেনের নতুন সময় নির্ধারণ করা হবে মঙ্গলবার (আজ) বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বর্তমানে ব্যাংকে লেনদেন হয় সকাল সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। খবর বিডিনিউজের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের সামনে সভার সিদ্ধান্ত তুলে ধরেন। বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে জানিয়ে তিনি বলেন, এটার দুইটা সুবিধা। একটা হল বিদ্যুতের সাশ্রয় হবে, আর ট্রাফিক জ্যামটাও একটু ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে।
বিদ্যুৎ সাশ্রয়ে মন্ত্রিসভার বৈঠকে আরও কিছু সিদ্ধান্ত হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি অফিসগুলোতে বিদ্যুৎ সাশ্রয়ে কোথাও কোনো পর্দা টানানো থাকবে না। লাইট যথাসম্ভব কম লাগিয়ে কাজ করতে হবে। এয়ার কুলারও যথাসম্ভব কম ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ জ্বালানির আন্তর্জাতিক বাজারে যে অস্থিরতা তৈরি করেছে, তার প্রভাব পড়েছে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে। ফলে সমপ্রতি দেশজুড়ে লোড শেডিং ফিরে এসেছে। জ্বালানি তেলের দাম এক লাফে বাড়ানো হয়েছে ৫০ শতাংশ পর্যন্ত। এই পরিস্থিতি লকডাউনের সময়ের মত হোম অফিস চালু করা, অফিসের কর্মঘণ্টা কমিয়ে আনা, এসি ব্যবহারে সংযমী হওয়াসহ বেশ কিছু পদক্ষেপ নিতে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে সুপারিশ করেছিল বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়।
ব্যাংকে লেনদেন ৩টা পর্যন্ত: এদিকে ব্যাংকের লেনদেনের সময় গতকাল নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ২৪ আগস্ট থেকে ব্যাংকের লেনদেন সময়সূচি হবে সকাল ৯টা থেকে অপরাহ্ন ৩টা পর্যন্ত। লেনদেন পরবর্তী ব্যাংকের দাপ্তরিক প্রয়োজন শেষ করতে বিকেল ৫টা পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকগুলো খোলা থাকবে। এ সময়ের মধ্যে সব কর্মকর্তা-কর্মচারীকে অফিস ত্যাগ করার বাধ্যবাধকতা দিয়ে নির্দেশনাটি জারি করে কেন্দ্রীয় ব্যাংক।
নির্দেশনায় উল্লেখ করা হয়, সমুদ্র/স্থল/বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস) অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা সার্বক্ষণিক খোলা রাখার বিষয়টি অপরিবর্তীত থাকবে। ব্যাংকের সঙ্গে সমন্বয় করে দেশের দুই পুঁজিবাজারে লেনদেন চলে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। এখন সরকারি সময় এগিয়ে আনায় পুঁজিবাজারের লেনদেন ঘণ্টা ঠিক রেখে সময় এগিয়ে এনে শুরু করার বিষয়টি ভাবছে বলে জানিয়েছেন বিএসইসির মুখপাত্র মো. রেজাউল করিম। তিনি বলেন, কমিশন সকাল ৮টা থেকে অফিস শুরু করবে। মঙ্গলবার (আজ) ব্যাংকের সঙ্গে সমন্বয় করে নতুন লেনদেন সময় নির্ধারণ করে তা জানিয়ে দেওয়া হবে।