ঘোষণা দিয়েও রাঙ্গুনিয়ায় আসেননি সাকা পুত্র হুম্মাম

নাশকতা ঠেকাতে আওয়ামী লীগের শোডাউন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ২২ আগস্ট, ২০২২ at ৯:৪৭ অপরাহ্ণ

সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা) পুত্র বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাঙ্গুনিয়া বিএনপি সংগ্রাম কমিটির দায়িত্বপ্রাপ্ত হুম্মাম কাদের চৌধুরী সরকারবিরোধী অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিলেও শেষমেষ তিনি রাঙ্গুনিয়ায় আসেননি। এমনকি দায়িত্বপ্রাপ্ত অপর বিএনপি নেতা উত্তরজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুছ চৌধুরীরও দেখা মেলেনি।

এ নিয়ে দলটির নেতাকর্মীদের মাঝে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, বিএনপি’র নাশকতা ঠেকানোর ঘোষণা দিয়ে দিনভর রাঙ্গুনিয়ার মূল সড়ক থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে দেখা গেছে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের।

এ সময় আওয়ামী নেতৃবৃন্দদেরকে মোটরসাইকেল শোডাউন, মিছিল-সমাবেশও করতে দেখা গেছে। অবস্থান নিতে দেখা গেছে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রথম কবরস্থান জিয়ানগর এবং সাকা চৌধুরীর রাঙ্গুনিয়াস্থ বাসভবন জিয়ানগর এলাকাতেও।

এ সময় আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকে লাঠিসোটা হাতে শোডাউন দিতেও দেখা যায়।

এদিকে, বিএনপি’র মিছিল-সমাবেশের ঘোষণা দিয়েও দায়িত্বপ্রাপ্ত হুম্মাম কাদের কিংবা ইউনুস গণির রাঙ্গুনিয়া না আসার ব্যাপারে জানতে চাইলে উপজেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দীন বাহার বলেন, “উনার রাঙ্গুনিয়া আসার ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ হয়নি। তবে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আমরা রাঙ্গুনিয়া গিয়েও পরিবেশ পরিস্থিতির কারণে মিছিল-সমাবেশ করিনি। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করতে চাই। কোনো সংঘাতে যেতে আমরা চাই না।”

এই ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার বলেন, “শান্তির রাঙ্গুনিয়ায় নাশকতার কোনো জায়গা নেই। এই শান্তির জনপদে রাজনীতির নামে কেউ যদি অশান্তি সৃষ্টির চেষ্টা করে তাহলে আওয়ামী লীগের নেতৃত্বে কঠোরভাবে তা প্রতিহত করবে।”

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে যুবক নিজেই কারাগারে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে টোল রোডে লরির ধাক্কায় প্রাইভেটকারের দুই যাত্রী নিহত