বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি ঘোষণার সঙ্গে অফিসের সময়সূচি মেলাতে ব্যাংকের লেনদেন এক ঘণ্টা এগিয়ে এনে ৯টায় শুরু হবে যা চলবে বিকেল ৩টা পর্যন্ত।
বর্তমানে ব্যাংকে লেনদেন হয় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
অন্যদিকে, ব্যাংকের সময়ের সঙ্গে মিল রেখে পুঁজিবাজারে লেনদেনের নতুন সময় আগামীকাল মঙ্গলবার নির্ধারণ করা হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ সোমবার(২২ আগস্ট) চলমান সংকটের মধ্যে জ্বালানি সাশ্রয়ে মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্তের পর সরকারি ও স্বায়ত্বশাসিত দপ্তরে এবং ব্যাংকে কর্মঘণ্টা কমিয়ে নতুন সময় ঘোষণার পর বিকালে বাংলাদেশ ব্যাংক লেনদেনের সময় নির্ধারণ করে দিল।
কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণায় বলা হয়, “বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ২৪ আগস্ট থেকে ব্যাংকের লেনদেন সময়সূচি হবে সকাল ৯টা থেকে অপরাহ্ন ৩টা পর্যন্ত।”
লেনদেন পরবর্তী ব্যাংকের দাপ্তরিক প্রয়োজন শেষ করতে বিকেল ৫টা পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকগুলো খোলা থাকবে। এ সময়ের মধ্যে সব কর্মকর্তা-কর্মচারীকে অফিস ত্যাগ করার বাধ্যবাধকতা দিয়ে নির্দেশনাটি জারি করে কেন্ত্রীয় ব্যাংক।
নির্দেশনায় উল্লেখ করা হয়, সমুদ্র/স্থল/বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস) অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা সার্বক্ষণিক খোলা রাখার বিষয়টি অপরিবর্তিত থাকবে।
আজ সোমবার মন্ত্রি পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয় সরকারি ও স্বায়ত্বশাসিত অফিস আগামী বুধবার থেকে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে। বর্তমানে যা রয়েছে সকাল ৯টা থেকে বিকাল ৫টা।