বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে মন্ত্রিসভায় সিদ্ধান্ত আসার পর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে এ দু’দিন বন্ধ রাখার পৃথক নির্দেশনা দেওয়া হয়েছে যা কার্যকর হবে আগামী সপ্তাহ থেকেই।
আজ সোমবার(২২ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার করার নির্দেশনা দিয়েছে।
এতে বিশ্ববিদ্যালয়গুলোকে স্ব স্ব কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও অনুরোধ জানানো হয়েছে।
আর সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোও এ দু’দিন বন্ধ থাকবে বলে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এতে বলা হয়েছে, বর্তমানে বৃহস্পতিবার অর্ধদিবস ক্লাসের পরিবর্তে পূর্ণদিবস ক্লাস অনুষ্ঠিত হবে।
বর্তমানে দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে ছয় দিনই ক্লাস হচ্ছে তবে কিছু শিক্ষা প্রতিষ্ঠান শনিবারও বন্ধ থাকে।