‘দিদারুল আলম ছিলেন পেশাদার আলোকচিত্র সাংবাদিক’

| সোমবার , ২২ আগস্ট, ২০২২ at ৮:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের (সিপিজেএ) সাবেক সভাপতি দিদারুল আলমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল গত শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি রাশেদ মাহমুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস। সংগঠনের যুগ্ম সম্পাদক নিপুল কুমার দে’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী।
স্মরণসভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিপিজেএর উপদেষ্টা মুক্তিযোদ্ধা দেবপ্রসাদ দাশ দেবু, মোহাম্মদ ফারুক প্রমুখ। উপস্থিত ছিলেন সাংবাদিক মোস্তাক আহমেদ, আইয়ুব আলী, শহীদুল্লাহ শাহরিয়ার, শহীদুল ইসলাম, তাপস বড়ুয়া রুমু, এ জেড এম হায়দার, গোলাম মাওলা মুরাদ, কামাল উদ্দীন খোকন, সুভাষ কারণ, সোহেল সরওয়ার, রবি শংকর চক্রবর্তী, রনী দে, আমিনুল ইসলাম মুন্না, শ্যামল নন্দী, হেলাল সিকদার, সাইদুল আজাদ, মরহুম দিদারুল আলমের সহধর্মিনী দিলরুবা বেগম দীপ্তি ও কন্যা সামান্তা দিদার দীঘি।
সভায় বক্তারা বলেন, দিদারুল আলম ছিলেন একজন পেশাদার আলোকচিত্র সাংবাদিক এবং দক্ষ সংগঠক। মহামারী করোনায় তার মৃত্যুতে তিনি শহীদি মর্যাদা লাভ করেছেন। সংগঠনের নেতৃবৃন্দ ভবিষ্যৎতে দিদারুল আলমের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৫৫ বছরের বেলায়েত পড়তে চান চবির সাংবাদিকতা বিভাগে
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু আজীবন বাঙালির মাঝে অবিস্মরণীয় হয়ে থাকবেন