আগামী সেপ্টেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেলবে কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে। ফিফা প্রীতি ম্যাচকে সামনে রেখে অনুশীলনও শুরু হবে আগামী ২৬ আগস্ট। হেড কোচ হাভিয়ের কাবরেরা অবশ্য আগেই ছক কষছেন এনিয়ে। দলটিতে ‘সারপ্রাইজ’ দেয়ার ইঙ্গিতও দিয়ে রাখলেন তিনি। ছুটি কাটিয়ে ঢাকায় ফেরা এই স্প্যানিশ কোচ এখন শুধু প্রীতি ম্যাচকে ঘিরে ছক কষছেন। গতকাল রোববার সংবাদ মাধ্যমের কাছে পরিকল্পনার কথা শুনিয়েছেন তিনি। কাবরেরার জন্য ভালো দিকটি হলো এবার দল গড়তে ভালো সময় পাওয়া যাবে। তিনি বলেন আমরা ২৬ আগস্ট থেকে অনুশীলন শুরু করতে যাচ্ছি। এখন পর্যন্ত বলতে গেলে এটি সবচেয়ে বেশি সময়। ঢাকাতে আমরা তিন সপ্তাহের মতো অনুশীলন করতে পারবো।
তার পরেই সারপ্রাইজের ইঙ্গিত দেন কাবরেরা। তিনি বলেন আপনারা সহসাই দেখতে পাবেন কিছু সারপ্রাইজ আছে। এটা ভালো বিষয় যে নতুন খেলোয়াড়রা ভিন্ন কিছু করে দেখাচ্ছে। প্রতি পজিশনে কেমন খেলোয়াড় দরকার সেই বিষয়ে এরইমধ্যে ভালো ধারনা হয়ে গেছে। বেশ কয়েকজন খেলোয়াড়ের প্রোফাইল পেয়ে গেছি। আগেই বলেছি দলে এবার চমক থাকছে। নিজ নিজ ক্ষেত্রে তারা সেরা পারফরমার।