হাটহাজারীতে ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বিদ্যুৎ সাশ্রয়ী অভিযান

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২১ আগস্ট, ২০২২ at ৫:৩৫ অপরাহ্ণ

দেশে চলমান বিদ্যুৎ সংকট মোকাবেলায় রাত ৮টার পর দোকান খোলা রাখার দায়ে ১৩ দোকানিকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

গতকাল শনিবার দিবাগত রাতে হাটহাজারী উপজেলার বাসস্ট্যান্ড, এগার মাইল, বিশ্ববিদ্যালয় ২ নম্বর গেইট, ফতেয়াবাদ, চৌধুরী হাট, বড় দিঘীর পাড় ও আমান বাজার এলাকায় বিদ্যুৎ সাশ্রয়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু রায়হান।

অভিযান পরিচালনাকারী এসি ল্যান্ড জানান, বাসস্ট্যান্ড এলাকায় সিঙ্গার শো-রুম মালিককে ২ হাজার টাকা, এগারো মাইল এলাকায় মদিনা ডোর ফার্নিচার মালিককে ১ হাজার টাকা, ২ নম্বর গেইট এলাকায় নূর আঞ্জুমান টেলিকম মালিককে ১ হাজার টাকা, দলিল লেখক অফিসে ১ হাজার টাকা, সায়মা স্টোর মালিককে ২ হাজার টাকা, ফতেয়াবাদ এলাকায় তাকওয়া ইলেকট্রনিক মালিককে ২ হাজার টাকা, চৌধুরী হাট এলাকায় হোসেন ক্রোকারিজ মালিককে ২ হাজার টাকা, কামাল স্টোর মালিককে ১ হাজার টাকা, বড় দীঘির পাড় এলাকায় আলী মটরস মালিককে ১ হাজার টাকা, রেহেনা মোটরস মালিককে ১ হাজার টাকা, আমান বাজার এলাকায় মায়াবি ফ্যাশন মালিককে ২ হাজার টাকা, জে ই টেলিকম মালিককে ২ হাজার টাকা, জাহান স্টোর মালিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকানপাট খোলা রাখায় ১৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তাছাড়া অভিযান পরিচালনায় থানা পুলিশও সহায়তা করেছে বলে উল্লেখ করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপের নিখোঁজ মাস্টার মন্নানের লাশ মিলল ৫০ ঘণ্টা পর
পরবর্তী নিবন্ধ‘লাইফ সাপোর্টে’ ডা. ফ্লোরা