প্রথম পর্ব দেখেই সোশাল মিডিয়ায় হইচই পড়ে গেছে, ওয়েব সিরিজ কারাগারের দ্বিতীয় পর্বের জন্য দর্শকদের অপেক্ষা এখন ছটফটানিতে রূপ নিয়েছে। তানভীন ইসলাম নামে এক দর্শক কারাগারের কয়েকটি দৃশ্যের ছবি সোশাল মিডিয়ায় দিয়ে লিখেছেন, তুফান শুরু হয়ে গেছে। নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী ইঙ্গিত দিলেন, দ্বিতীয় পর্বে তুফান ‘বড় ধাক্কা’ হয়ে আসবে। দর্শককে ভাবাবে, কাঁদাবে, স্তব্ধ করবে এমন সব উপাদান আছে। বৃহস্পতিবার রাতে হইচইয়ে মুক্তি পায় ওয়েব সিরিজ কারাগার। তাকদীরখ্যাত নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর সঙ্গে সিরিজটি পরিচালনায় রয়েছেন সালেহ সোবহান অনিম। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতুর মতো শিল্পীরা। এই ওয়েব সিরিজে দেখা যায়, একটি কারাগারের ১৪৫ নম্বর সেলে হঠাৎ করে এক বন্দি হাজির। দীর্ঘদিন যে সেল বন্ধ ছিল, যে সেলের তালার সিলগালা করা হয়েছে, চাবি হারিয়ে গেছে, তালা কেটে ভেতরে ঢুকতে হয় খোদ জেল খানার বড় কর্মকর্তাকেই, সেখানে এক কয়েদির আগমন। কয়েদি দাবি করেন,তিনি নবাব সিরাজউদ্দৌলার সিপাহসালার মীরজাফরকে খুন করে জেলে আছেন। এর আগে ছিলেন আন্দামানসহ বিভিন্ন জেলে। কয়েদি কথা বলতে পারেন না। ইশারা ভাষার আশ্রয় নিয়ে যোগাযোগ করতে হয়। কবে দ্বিতীয় পর্ব আসবে- জানলে চাইলে তিনি বলেন, দুই মাসের ভেতর আমি দ্বিতীয় পর্ব রেডি করে জমা দিব। বাকিটা হইচই জানে। তবে তারা আগামী বছরের শুরুর দিকে দ্বিতীয় পর্ব মুক্তি দিবে বলে মনে হয়। তার মানে দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অপেক্ষা করতে হবে চার মাসের বেশি।