উখিয়ায় মনজুর আলম (২৭) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটেছে। নিহত মনজুর আলম উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের সোনাইছড়ি সমিতি ঘোনা গ্রামের মৃত হোছন আলীর পুত্র।
উখিয়া থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত পূর্বক মৃতদেহ স্বজনদের নিকট হস্তান্তর করেছে। নিহতের বড় ভাই নুরুল আলম জানান, মনজুর আলম ক্যাম্পের আশ্রিতা এক মহিলাকে বিয়ে করছিল। তাদের মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি লেগেই থাকতো। কয়েকদিন আগে পারিবারিক কলহের জের ধরে ওই রোহিঙ্গা নারী ক্যাম্পে চলে যায়। স্বামী – স্ত্রীর মধ্যে মান-অভিমান ও ঝগড়াঝাটি চললেও স্ত্রী এ ভাবে আর ফিরবে না তা নিয়ে মনজুর মানসিকভাবে ভেঙে পড়ে। মানসিক যন্ত্রণা থেকে শুক্রবার সন্ধ্যায় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ময়নাতদন্ত শেষে মৃতদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে দাফনের জন্য।












