ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

আজাদী প্রতিবেদন | শনিবার , ২০ আগস্ট, ২০২২ at ৭:৪৩ পূর্বাহ্ণ

পাহাড়তলী ঈদগাঁ বৌ-বাজার জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩২ বোতল ফেন্সিডিলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন ইসমাইল হোসেন (৩২) ও জাকির মিয়া (৩০)। মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম ও বন্দর) মুহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩২ বোতল ফেন্সিডিল ও ফেনসিডিল বিক্রির ৪ হাজার টাকাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ইসমাইল হোসেন কুমিল্লা জেলা হতে উক্ত ফেন্সিডিল সংগ্রহ করে মহানগরীর বিভিন্ন স্থানে বিক্রির জন্য এনেছিল। তার বিরুদ্ধে ডবলমুরিং থানা এবং সীতাকুণ্ড থানায় ৩টি মাদকের মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরোটারি ক্লাব অব চিটাগং রিভার শাইনের সভা
পরবর্তী নিবন্ধএকুশের হে চিরঞ্জীব