রোটারি ক্লাব অব চিটাগং রিভার শাইনের সভা

| শনিবার , ২০ আগস্ট, ২০২২ at ৭:৪৩ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব চিটাগং রিভার শাইনের ডিজি ভিজিট (২০২২-২৩) প্রেসিডেন্ট এম, এ করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ডিজি রুহেলা খান চৌধুরী ক্লাব পরিদর্শন করে ক্লাবের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি সকল রোটারিয়ানদের আর্ত মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। সভায় বিশেষ অতিথি ছিলেন ডিজিই মতিউর রহমান। তিনি ক্লাবের সদস্যদের রোটারি ফাউন্ডেশনে কন্ট্রিবিউট করার আহ্বান জানান। এ সময় তিনজন নতুন সদস্যকে পিন পরিয়ে রোটারি পরিবারে অন্তর্ভুক্ত করা হয়। সভায় ডিস্ট্রিক্ট সেক্রেটারি মোহাম্মদ শাহাজাহানসহ আরো উপস্থিত ছিলেন রোটারিয়ান কাজী মো. আশেকে এলাহী রোটারিয়ান তাসনিম আবেদিন, তাসকিয়া জহুর চৌধুরী, তানিয়া কবির, শামিমা আফরোজ খান, সরকার কামরুল মামুন, আজিজুল হক, সাব্বির চৌধুরী, মো. জাহাঙ্গীর, বাহারুজ দিপা, মাহাবুবুর রহমান, মেসবাহুর রহমান, ডা. নাজ সোহানি সুলতানা, শিলা করিম, জিয়া উদ্দিন চৌধুরী। ভোট অফ থেংস প্রদান করেন ড. মুহিতল আলম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশক্তি বাড়িয়ে ধারাবাহিক আন্দোলন চলবে
পরবর্তী নিবন্ধফেনসিডিলসহ গ্রেপ্তার ২