ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এমন একটি যুগান্তকারী আইন যেখানে যে কেউ ফোন করে অভিযোগ জানাতে পারেন। আবার ফেসবুকে, ম্যাসেঞ্জারে, ওয়াটসঅ্যাপে অথবা ইন্টারনেটে অথবা স্থানীয় ক্যাব অফিসের মাধ্যমেও অভিযোগ জানাতে বা প্রতিকার চাইতে পারেন। আর এ জন্য ভোক্তাদেরকে সচেতন হওয়া, প্রতারিত হলে বিষয়টি চাপিয়ে না গিয়ে জানানোর জন্য উদ্যোগেী হলেই সম্ভব। গত বৃহস্পতিবার নগরীর ক্যাব চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ‘ভোক্তা অধিকার আইন’০৯ ও করণীয়’ শীর্ষক কর্মশালায় বিভিন্ন বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহনগরের সভাপতি আবু হানিফ নোমানের সভাপতিত্বে কর্মশালায় মুখ্য আলোচক ছিলেন ক্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম নাজের হোসাইন, অতিথি ছিলেন ক্যাব চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আব্দুল মান্নান। ক্যাব যুব গ্রুপের সাধারণ সম্পাদক অংসাহ্লা মার্মার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন যুব গ্রুপ চট্টগ্রাম মহানগরের সিনিয়র সহ-সভাপতি নিলয় বর্মন, সহ-সভাপতি মো. শাকিলুর রহমান, আমজাদুল হক আয়েজ, মিনা আক্তার, এমদাদুল ইসলাম, সাজু দাশ, মোহাম্মদ সুজন, মো. মেশকাত, রাসেল উদ্দীন, প্রনব কুমার দাশ, মোবাশ্বের হোসেন জামি, শাহরিয়ার নুর শিশির, ইব্রাহিম ফারুক, মোহাম্মদ আবুল কাসেম, অসীম কুমার সরকার, তাহমিদুল হাসান, আবু সাঈদ মো. নোমান প্রমুখ। কর্মশালায় ক্যাব সম্পর্কিত ও ভোক্তা অধিকার আইন সম্পর্কে ক্যাব যুব গ্রুপের যুবাদের নানান জিজ্ঞাসা ও বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়। ক্যাব যুব গ্রুপের আগামির দিনের কার্যক্রম ও নানান পরিকল্পনা বিষয়ে সুনির্দেশনা প্রদান করা হয়।