আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ও আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদের যৌথ ব্যবস্থাপনায় গত ১৮ আগস্ট সকালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। কর্মসূচি উদ্বোধন করেন আল্লামা কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী। আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) বাংলাদেশের ৪৩ বছর পূর্তিতে সারাদেশব্যাপী এ বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হচ্ছে।
এসময় আল্লামা কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী বলেন, পরিবেশের স্বাভাবিকতা ও ভারসাম্যের প্রয়োজনে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। মানুষের জীবন জীবিকার জন্যও বৃক্ষ অতীব গুরুত্বপূর্ণ। যেকোনো ফল ও ফসল উৎপন্ন হলে তা মানুষের জন্য কল্যাণ বয়ে আনে। নবী করিম (সা.) বলেছেন, যদি কোনো মুসলিম কোনো ফলের গাছ লাগায় বা বাগিচা করে অথবা ক্ষেতে কোনো শস্যের বীজ বপন করে এবং তা থেকে উৎপন্ন কোনো ফল মানুষ বা পশুপাখি খায়, তবে ওই বৃক্ষের মালিক, বাগিচাওয়ালা বা ক্ষেতওয়ালা সদকার সওয়াব পাবে।
কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শফিউল আলম, নাজমুল হাসান, মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ, মুহাম্মদ কামরুজ্জামান, ইঞ্জিনিয়ার মুহাম্মদ মুসা, মুহাম্মদ আমজাদ হোসেন, মুহাম্মদ জাহেদ সুলতান, মুহাম্মদ মোফাচ্ছেল হক, মাওলানা আব্দুল্লাহ আল নিশান, মুহাম্মদ সালাহ উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।