চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশ এক ভয়ংকর পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। প্রতিদিন চারদিকে অশনি সংকেত আর ঘন অন্ধকার নেমে আসছে। সর্বত্রই অস্বস্তি ও অস্থিরতা মধ্যে সাধারণ মানুষ দিন যাপন করছে। দেশের মানুষ নিদারুণ কষ্টে জীবনযাপন করছে। ব্যাংকগুলো খালি হয়ে গেছে। রিজার্ভ তলানিতে ঠেকেছে। গতকাল বিকালে ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডের ‘বি’ ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. শাহাদাত হোসেন আরও বলেন, এই সরকার দুর্নীতি দুঃশাসনের রাজত্ব কায়েম করছে। সাধারণ মানুষ আজ অসহায়। সবকিছুর দাম এখন আকাশচুম্বী। নিরুপায় জনগণ রাজপথে নেমে এসেছে। সরকারকে এবার বিদায় নিতে হবে। প্রতিটি ইউনিটে ইউনিটে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আন্দোলনে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে ভূমিকা রাখতে হবে। আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে।প্রথম অধিবেশনে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর। মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজের সভাপত্বিতে দ্বিতীয় অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন আব্দুস সাত্তার সেলিম, মাইমুনুল ইসলাম হুমায়ুন, মনোয়ারা বেগম মানি, এম আই চৌধুরী মামুন প্রমুখ।
২য় অধিবেশনে ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডের ‘বি’ ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলনে আব্দুস শুক্কুরকে সভাপতি ও মো. সেলিমকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ইউনিট কমিটি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












