চকরিয়ায় নোবেল হত্যার এক বছর পার, দাখিল হয়নি অভিযোগপত্র

হুমকিতে নিরাপত্তাহীনতায় বাদীর পরিবার

চকরিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৯ আগস্ট, ২০২২ at ৭:৩৮ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ার আলোচিত আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক নেতা নাছির উদ্দিন নোবেল হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার একবছর পার হয়েছে গত বুধবার। চাঞ্চল্যকর এই হত্যা মামলাটি প্রথমে পুলিশ তদন্ত করলেও পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সেই মামলার তদন্তভার ন্যস্ত হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই)। তবে এই মামলার চূড়ান্ত অভিযোগপত্র এখনো দাখিল করতে পারেনি পিবিআই। উল্লেখ্য, ২০২১ সালের ১৭ আগস্ট দিনদুপুরে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত হন নোবেল। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই কক্সবাজারের উপ-পরিদর্শক (এসআই) মো. বেলাল হোসেন গতরাতে দৈনিক আজাদীকে বলেন, এই হত্যাকাণ্ডের আদ্যোপান্ত প্রাথমিকভাবে উদঘাটন করা সম্ভব হয়েছে। এই মামলার এজাহারনামীয় দুই আসামির কাছ থেকে এই হত্যাকাণ্ডের বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়া গেছে। তারা ইতোপূর্বে আদালতের বিচারকের কাছে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার অন্যতম দুই আসামি খলিল উল্লাহ চৌধুরী ও আলাউদ্দিন আদালত থেকে স্থায়ী জামিন পাওয়ায় তাদের ব্যাপারে আপাতত কিছুই করা যাচ্ছে না। তবে সঠিকসময়ে তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
একবছর পার হলেও মামলার চূড়ান্ত অভিযোগপত্র দাখিল না হওয়ার বিষয়ে তদন্ত কর্মকর্তা জানান, আলোচিত নাছির উদ্দিন নোবেল হত্যাকাণ্ডের সময় গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে আরো ৬ জন আহত হয়েছিলেন বলে মামলার এজাহারে বর্ণিত রয়েছে। তদ্মধ্যে মাত্র ৩ জনের মেডিক্যাল সনদপত্র (এমসি) বাদিপক্ষ দাখিল করেছে। বাকি তিনজনের এমসি না পাওয়ায় তদন্ত কার্যক্রমে কিছুটা ধীরগতি থাকলেও সহসাই এই মামলার চূড়ান্ত অভিযোগপত্র আদালতে দাখিলের প্রস্তুতি রয়েছে।
মামলার বাদী মামুন সিকদার গতরাতে দৈনিক আজাদীকে বলেন, বড়ভাই নাছির উদ্দিন নোবেল হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্তদের বিরুদ্ধে মামলা করার পর থেকে আমিসহ পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। নাছির উদ্দিন নোবেলের সহধর্মীনি ও পূর্ব বড় ভেওলা ইউনিয়নের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না স্বামীর হত্যাকারী সকলকে গ্রেপ্তার এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান।
এদিকে মামলার প্রধান দুই আসামি খলিল উল্লাহ চৌধুরী ও আলাউদ্দিন বার বার দাবি করে আসছিলেন তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিককে মারধর দুই আইনজীবীর বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধমোবাইল চোর চক্রের হোতা ও দুই দালাল আটক