দক্ষিণ রাউজানের বাগোয়ান ইউনিয়নের চৌধুরী পাড়ায় ১২ ফুট লম্বা একটি অজগর ধরা পড়েছে।
স্থানীয়রা জানায় স্থানীয় ইয়াকুব আলী চৌধুরী বাড়ির পাশে একটি ডোবার লতাপাতার ভিতর থেকে আজ বৃহস্পতিবার(১৮ আগস্ট) বিকালে অজগরটি ধরে কয়েকজন যুবক।
জানা যায়, অজগরটি ধরতে গিয়ে আবির চৌধুরী নামের এক যুবক এটির কামড় খেয়েছে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় তানভীর চৌধুরী অজগরটিকে দেখতে পেয়ে এলাকার ছেলেরা মিলে তারা এটি ধরে ফেলেন বলে জানান।
স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক বলেন, “এলাকার ছেলেরা অজগর সাপ ধরার সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে সাপটি নিজের হেফাজতে রাখি। পরে রেসকিউ র্টিম নামের একটি দল এসে অজগর সাপটি নিয়ে যায়।”