র্যাব-৭ এর একটি টিম অভিযান চালিয়ে রাউজানের হলদিয়া ইউনিয়ন থেকে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।
আজ বৃহস্পতিবার(১৮ আগস্ট) ভোর ৫টায় এই অভিযান চালায় র্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের সদস্যরা।
দুই সন্ত্রাসীকে তারা হলদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তোতাগাজীর ঘাটা এলাকা থেকে একটি দেশী তৈরি ওয়ান শুটারগানসহ আটক করে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবদুল্লাহ আল হারুন বলেছেন, র্যাব-সকাল ১১টায় আটক দু’জনের কাছ থেকে পাওয়া একটি দেশীয় তৈরি অস্ত্রসহ আসামিদের থানায় সোপর্দ করেছে।
আসামিরা হচ্ছে রাউজানের পার্শ্ববর্তী ফটিকছড়ি উপজেলার দক্ষিণ ধর্মপুর ইউনিয়নের মেহের তালুুকদার বাড়ির শফিউল আলমের ছেলে জামাল উদ্দিন(২৮) ও একই এলাকার আবদুল মোনাফের ছেলে আবদুল মবিন(২৬)।
তিনি আসামিদের বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে বলে জানান।