কক্সবাজারের টেকনাফে ১ কেজি আইস, ২০ হাজার পিস ইয়াবাসহ জামাল হোসেন নামের একজনকে আটক করেছে পুলিশ।
তিনি উপজেলার হোয়াইক্যাং ২নং ওয়ার্ড আমতলী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
আজ বৃহস্পতিবার(১৮ আগস্ট) ভোররাত পৌনে ৪টার সময় একটি বসতঘরে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাফিজুর রহমান জানান, জনৈক আবুল কালাম ড্রাইভারের একটি পরিত্যক্ত বসতঘরে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই যায়েদ হাসান ও এএসআই মতিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে এক কেজি আইস ও বিশ হাজার পিস ইয়াবাসহ একজন পাচারকারীকে আটক করে।
উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য প্রায় ৫ কোটি ৬০ লাখ টাকা।
এ বিষয়ে মামলা রুজু করা হয়েছে বলেও জানান ওসি হাফিজুর রহমান।