ফয়সালাবাদের একটি সংসদীয় আসনের উপনির্বাচনে লড়তে মনোনয়নপত্রে নিজের ও স্ত্রী বুশরা বিবির সম্পদের হিসাব দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খান। সোমবার তিনি এ হিসাব দেন বলে গতকাল এক প্রতিবেদনে জানিয়েছে জিও নিউজ। খবর বিডিনিউজের। ইমরান ফয়সালাবাদের এনএ-১০৮ আসনে লড়ছেন। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এ উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচন কমিশনে (ইসিপি) জমা দেওয়া হিসাব অনুযায়ী, ইমরানের বর্তমান সম্পদমূল্য ৩০ কোটি ৪২ লাখ পাকিস্তানি রুপির বেশি। উত্তরাধিকার সূত্রে পাওয়া একাধিক বাড়ি ও বাক্কার জেলায় ২২৮ কানাল (সাড়ে ২৮ একর) জমির হিসাব দিয়েছেন তিনি। এছাড়া, তার কাছে কোনো গয়না নেই বলে মনোনয়নপত্রে উল্লেখ করেছেন ইমরান। এর পাশাপাশি ইসলামাবাদের কনস্টিটিউশন অ্যাভিনিউতে একটি ফ্ল্যাট ও একটি বাণিজ্যিক প্লট আছে তার, যেখান থেকে তিনি ১৪ লাখ রুপি ভাড়া পাচ্ছেন। ইমরান নিজের ৪টি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিলেও কোনো কোম্পানিতে কোনো বিনিয়োগ নেই বলে মনোনয়নপত্রে জানিয়েছেন। তার দেওয়া হিসাব অনুযায়ী, তার কাছে এখন নগদ এক কোটি রুপির চেয়ে সামান্য বেশি আছে। আছে ৪টি ছাগল, যেগুলোর মিলিত মূল্য ২ লাখ রুপি। জামান পার্কের বাড়ি নির্মাণে ৪ কোটি ৮৬ লাখ রুপির বেশি এবং বানিগালায় আরেকটি নির্মাণ কাজে আরও ৪৯ লাখ রুপি খরচের কথাও লিখেছেন ইমরান। মনোনয়নপত্রে নিজের সন্তানদের বিষয়ে কিছু লেখেননি তিনি।
ইমরান তার স্ত্রী বুশরা বিবির নামে পাকপাত্তান ও ওকারায় সোয়া ৮৭ একর জমি, বানিগালায় ছোট একটি বাড়ি থাকার কথাও জানিয়েছেন। মনোনয়নপত্র অনুযায়ী, ইমরানের স্ত্রীরও কোনও গয়না নেই।