বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১৮ আগস্ট, ২০২২ at ৮:২৮ পূর্বাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন সংঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। এতে বক্তারা বলেন, দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে।
বিজিএমইএ: বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়ে সমগ্র জাতি শোকাহত ও মর্মাহত। বঙ্গবন্ধুর অবদানেই আজ বাংলাদেশ নামে স্বাধীন সার্বভৌম ভুখন্ড বিশ্বের বুকে মাথা উঁচু করে এগিয়ে চলেছে। গতকাল বিজিএমইএ চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে খুলশীস্থ বিজিএমইএ ভবনে খত্‌মে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিজিএমইএ চট্টগ্রামের ধর্ম বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান আবদুল হালিম দোভাষের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালকবৃন্দ এম এহসানুল হক, মিরাজ-ই-মোস্তফা কায়সার, প্রাক্তন পরিচালক মোহাম্মদ মুসা, মোহাম্মদ সাইফ উল্ল্যাহ মনসুর, এনামুল আজিজ চৌধুরী, খন্দকার বেলায়েত হোসেন, মোহাম্মদ আতিক প্রমুখ।
এনসিসি ব্যাংক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গৃহীত মাসব্যাপী কর্মসূচির আওতায় এনসিসি ব্যাংকের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদের নেতৃত্বে সিনিয়র ম্যনেজমেন্ট টিমের সদস্যবৃন্দ প্রধান কার্যালয়ের মুজিব কর্ণারে জাতির পিতা ও ১৫ই আগস্টে শহীদ সকলের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরিচালনা পর্ষদের পক্ষ থেকেও পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান মো. আবদুল আউয়াল, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান আবদুস সালাম, প্রাক্তন চেয়ারম্যান ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ, পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান সোহেলা হোসেন, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক মো. মঈনউদ্দিন, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ, সিনিয়র ম্যানেজমেন্ট টীমের সদস্যবৃন্দ এবং বিভাগীয় প্রধানগণ অংশগ্রহণ করেন। এছাড়া, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, বিভিন্ন শাখার প্রধান ও কর্মকর্তাবৃন্দ ভার্চুয়ালি দোয়া মাহফিলে সংযুক্ত হন। এনসিসি ব্যাংক শরী‘আহ্‌ সুপারভাইজরী কমিটির সদস্য ড. মোঃ আনোয়ার হোসাইন মোল্লা মোনাজাত পরিচালনা করেন।
১৩নং পাহাড়তলী ওয়ার্ড আ. লীগ : ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ক-খ-গ ইউনিটের যৌথ উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৪০০ এতিম শিশুর মাঝে খাবার বিতরণ করা হয়েছে । এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। ১৩নং ওয়ার্ডে গ ইউনিট আওয়ামী লীগ সভাপতি মো. আবুল হোসেন মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ১৩নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মাহীদ বীন আমীন। শোক সভা সঞ্চালনা করেন ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাশেম শাহ।
হোসেন আহম্মদ চৌধুরী স্কুল এন্ড কলেজ: গত ১৫ই আগস্ট সকাল ১১টায় জাতীয় শোক দিবস উপলক্ষে হোসেন আহমদ চৌধুরী কর্পোরেশন স্কুল এন্ড কলেজের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় অধ্যক্ষ এস এম এহছান উদ্দীনের সভাপতিত্বে ও শিক্ষক মো. ফারুকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলম। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শিক্ষক মেহের আফরোজ খানম, ফখরুদ্দীন কাজেমী প্রমুখ।
বাংলাদেশ মহিলা সমিতি শিশু সদন: বাংলাদেশ মহিলা সমিতি শিশু সদন মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সদনের তত্ত্বাবধায়ক মাওলানা আবদুল কাদের। একই দিন বাদ আসর বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা করেন সদনের শিক্ষক মুহাম্মদ আজিজ উল্যাহ, সহকারী শিক্ষক হাফেজ মুহাম্মদ এমরান হোসেন। শেষে এতিমদের মাঝে তবরুক বিতরণ করা হয়।
সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতি : সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নতুন ফিশারীঘাটে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী মৎস্যজীবী লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি ও সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক আমিনুল হক। সভাপতিত্ব করেন সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সহবায় সমিতি লিমিটেডের পরিচালক ও মহানগর মৎস্যজীবী লীগের সহ-সভাপতি এ কে এম ফজলুল হক এবং সঞ্চলনা করেন সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সহবায় সমিতি লিমিটেডের সদস্য প্রবীর দাশ। উপস্থিত ছিলেন সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সহবায় সমিতি লিমিটেডের পরিচালক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক সদস্য হাফেজ মো. ইসমাইল, সেলিম উল্লাহ, আলহাজ্ব মো. আজিজ সওদাগর, মো. ইব্রাহিম সওদাগর প্রমুখ।
আইইবি চট্টগ্রাম কেন্দ্র : ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন, বঙ্গবন্ধুর উপর কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও এতিমখানায় খাদ্য বিতরণ করা হয়। কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন সভায় সভাপতিত্ব করেন। কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী এস এম শহিদুল আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান, প্রকৌশলী মোহাম্মদ হারুন ও প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী। বক্তব্য দেন কেন্দ্রের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, প্রকৌশলী এম এ রশীদ, প্রকৌশলী খোরশেদ উদ্দিন বাদল, প্রকৌশলী মো. আবুল হাশেম, প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান, প্রকৌশলী প্রদীপ বুড়য়া। কবিতা আবৃত্তি করেন প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী, প্রকৌশলী প্রদীপ বড়ুয়া, প্রকৌশলী বিধান চন্দ্র দাস, প্রকৌশলী শাপলা দেওয়ানজি ও প্রকৌশলী পলাশ কান্তি দে।
নাজিরহাট কলেজ : নাজিরহাট কলেজে কোরানখানি, দোয়া মাহফিল, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়। এতে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ গোলাম কিবরিয়া, উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম ও শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীবৃন্দ।
ফটিকছড়ি গ্রামার স্কুল অ্যান্ড কলেজ : ফটিকছড়ি গ্রামার স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে বিদ্যালয় মিলনায়তনে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক শিক্ষার্থীদের রচনা লিখন, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এম জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ মোক্তাদির আহমেদ। প্রধান বক্তা ছিলেন এম. কামরুল হাসান চৌধুরী।সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলী আজগরের সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন মেরিন আফরোজ, শাবনুর আক্তার,ইসমত আরা, ইশান কুমার নাথ, আয়েশা আক্তার, নাজমা আক্তার, ফৌজিয়া আক্তার, নির্মল ত্রিপুরা, বিথী চক্রবর্তী, মোবারক হোসেন, জান্নাতুন নাইমা তাহিন, শাফিয়া আক্তার ও তহুরা জান্নাত জেনিছা।
হালিশহর মুন্সীপাড়া উচ্চ বিদ্যালয় : হালিশহর মুন্সীপাড়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় অডিটোরিয়ামে এক আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ইফতেখারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের শিক্ষানুরাগী হাজী হাবীব শরীফ। মুহাম্মদ বাবুল হক বাবরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য সালেহ জঙ্গী,হাজী মো. এরশাদ চৌধুরী, সেফায়েত ইসলাম, মনোতোস চন্দ্র দাস, শাহীজুল ইসলাম। মোনাজাত পরিচালনা করেন মাওলানা শরিফুল ইসলাম।
সিটিবি ইন্টারন্যাশনাল স্কুল : সিটিবি ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে আলোচনা সভা গত ১৫ আগস্ট স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। স্কুলের অধ্যক্ষ জেচিন্তা ডায়েসের সভাপতিত্বে ও রিনিক পাল মুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবি, স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান অরুন কান্তি মল্লিক, পরিচালক নারায়ন চন্দ্র মজুমদার, রতন কান্তি দে, প্রবাল দে, জগদীশ মল্লিক ও রানা দাশ।
কুয়াইশ মডেল প্রাথমিক বিদ্যালয় : কুয়াইশ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. মনসুর আলমের সভাপতিত্বে ও প্রধান শিক্ষিকা আঞ্জুমান আরার পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুছ গণি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন লোকমান হোসেন জুনু, মো. রফিক মিয়া, আবু আলম, ইউপি চেয়ারম্যান আবদুল খালেক, জাহাঙ্গীর চৌধুরী, ছিদ্দিক আহমদ, আবুল কালাম আবু, সোহেল আরমান, ফোরকান বাবু, শাহজাহান মুরাদ রুমেল, ফোরকান উদ্দিন, মো. সাহেদ, মো. আজম, মো. আনিছ, রেজা, মোরশেদ, মামশাদ, আজাদ, জুয়েল, আরিফ, শাকিল, ফাহিম, সাঈদ আলী, মুন্না প্রমুখ।
সীতাকুণ্ড তাহের-মনজুর কলেজ : সীতাকুণ্ড তাহের-মনজুর কলেজে জাতীয় শোক দিবস উপলক্ষে ‘সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধু’ শীর্ষক রচনা প্রতিযোগিতা ও ‘সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মুকতাদের আজাদ খান। কলেজের প্রভাষক শারমিন আক্তারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্রভাষক এ. কে.এম শাহনাওয়াজ, প্রভাষক তন্ময় আচার্য, প্রভাষক আলাউদ্দিন ও প্রভাষক আজম উদ্দীন। দোয়া মাহফিল পরিচালনা করেন মুহাম্মদ মাজহার উদ্দিন।
মমতা : মমতার শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্চলি প্রদান, এতিমদের মানবিক সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে প্রামাণ্য চিত্র, বৃক্ষরোপন, বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও চিকিৎসা উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষে মমতা অডিটরিয়ামে ১৬ আগস্ট এক আলোচনা সভা খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আনোয়ারুল হক আযহারী। মমতার প্রধান নির্বাহী রফিক আহামদের সার্বিক তত্ত্বাবধানে ও উপ-প্রধান নির্বাহী মো. ফারুকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর নাজমুল হক ডিউক। স্বাগত বক্তব্য রাখেন মমতা’র সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার। বক্তব্য রাখেন প্রকৌশলী অরুন কুমার সাহা, স্বপ্না তালুকদার, ইকবাল আল মাহামুদ, প্রিয়তোষ দাশ, নাহিদ ফারহানা প্রমুখ।
রেড ক্রিসেন্ট চট্টগ্রাম : রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রম জেলা ও সিটি ইউনিটের উদ্যোগে মো. ইফতেকার হোসেন ইমুর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম। বিশেষ অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী মো. আসলাম খান, সিটি রেড ক্রিসেন্ট সেক্রেটারী আব্দুল জব্বার। ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশানের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন মহসিন উদ্দীন চৌধুরী ফয়সাল, শাহাদাত হোসেন রুমেল, রাশেদ খান মেনন, মো. মোস্তাফিজুর রহমান।
সাতকানিয়া উপজেলা প্রশাসন : সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সভাপতি এম এ মোতালেব। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) শিবলী নোমান, সহকারী কমিশনার (ভূমি) মং চিংনু মারমা, ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান তারেক, পৌরসভা মেয়র মোহাম্মদ জোবায়ের, ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন হাসান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ মামুন, পারভেজ সারেয়ার প্রমুখ।
চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশে জাতীয় শোক দিবস উপলক্ষে গত সোমবার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি কমিউনিটি সেন্টারে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি। উপজেলা আ.লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনুর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ.লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, এমএ সাঈদ, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা। এর আগে সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পন করেন নজরুল ইসলাম চৌধুরী এমপি। পরে কাশেম মাহাবুব উচ্চ বিদ্যালয় হল রুমে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী।
৪১ নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড : ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা মাইজপাড়া গাউসিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল আলমের পরিচালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাজী নুরুল আলম, মো. সেলিম, মোহাম্মদ আলী, আলমগীর হাসান, মো. ইউছুফ, জাইদুল ইসলাম দুর্লভ, ছালেহ আহম্মদ, জাবেদ হোসেন, হোসেন আজাদ, শেখ মুজিবুর রহমান, মো. জেবল হোসেন, নুরুল আবছার, আশরাফ খোকন, মো. সেলিম, মো. কাশেম, মো. শাহাজাহান, মো. নাছির, মো. সামশুল আলম, মো. মোকতার, মো. আরিফ, মহিউদ্দিন, দস্তগীর মাসুদ, সিরাজুল হক সাজু, আব্দুল আউয়াল, সাজিউল করিম, আল আমিন, মো. আসিফ, মো. জিসান, মো. সাইদুল, মো. নুরুল আবছার সোহান প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মো. এখলাছুর রহমান।
৪২ নং নাসিরাবাদ ওয়ার্ড আ’লীগ : ৪২নং নাসিরাবাদ ওয়ার্ড আ’লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন এ কে এম জাফরুল্লাহ চৌধুরী। আ’লীগ নেতা মো. হারুন ও নটরাজ গুপ্তের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, আ’লীগ নেতা সৈয়দ আমিনুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মো. আলী আকবর। বক্তব্য রাখেন মাওলানা মো. বেলাল, মোহাম্মদ জিয়া, মো. শাহাবুদ্দিন, পারভেজ, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ সিরাজ, রানা শীল, সঞ্জয় গোস্বামী, আগত দাস, রিটন দাস, ছাত্রলীগ নেতা মো. জহির, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ কায়সার, মো. ইউসুফ, মোহাম্মদ মানিক, মোহাম্মদ মেহেদী, মোহাম্মদ আমির হোসেন, মো. জামাল, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ খোকন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটে গবেষণা প্রকাশনা অ্যাওয়ার্ড প্রদান
পরবর্তী নিবন্ধছিপাতলী কামিল মাদ্রাসায় কারবালা মাহফিল