ন্যায় ও সত্যের পথ কেউ বদলাতে পারে না

গাউসিয়া কমিটির মাহফিলে প্রধানমন্ত্রীর পিএস জাহাঙ্গীর আলম

| বৃহস্পতিবার , ১৮ আগস্ট, ২০২২ at ৮:১৯ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিএস) জাহাঙ্গীর আলম বলেছেন, ইয়াজিদের উত্তরসুরীরা এখনো সত্য ও ন্যায়কে ধ্বংস করতে মরিয়া হয়ে রয়েছে। কিন্তু মহান আল্লাহ ইচ্ছায় ন্যায় ও সত্য তথা ভালো কাজ সব সময় উজ্জীবিত থাকে। সাময়িক আটকাতে পারলেও এর পথ কেউ বদলাতে পারে না। তিনি বলেন, বাংলার জমিনে ইয়াজিদের প্রেতাত্মারা বঙ্গবন্ধুর পরিবারকে ঘায়েল করেছিল। তারা অসংখ্যবার বঙ্গবন্ধুর জীবিত কন্যাদেরও হত্যার চেষ্টা করেছে। কিন্তু ন্যায় আর সত্য পথে আছেন বলে মহান আল্লাহ তাদের রক্ষা করে চলেছেন। তিনি গত সোমবার গাউসিয়া কমিটি বাংলাদেশ নোয়াখালী জেলার আওতাধীন সোনাইমুড়ী উপজেলার কাউন্সিল অধিবেশন ও শাহাদাতে কারবালা মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। আমিশাপাড়া বিহিরগা গ্রামের জসিম উদ্দিনের বাড়িতে আয়োজিত এ মাহফিলে প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের মহাসচিব শাহজাদ ইবনে দিদার। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম মহাসচিব মুহাম্মদ মাহাবুবুল হক খান। অতিথি ছিলেন গাউসিয়া কমিটি নোয়াখালী জেলার সভাপতি (প্রস্তাবিত) মুহাম্মদ রফিকুল ইসলাম মঞ্জু চৌধুরী, চট্টগ্রাম মহানগর গাউসিয়া কমিটির মোফাখখারুল ইসলাম চৌধুরী, সাংবাদিক জসীম উদ্দীন সিদ্দিকী, নোয়াখালীর সদস্য সচিব মোঃ কামাল। প্রধান অতিথি করোনাকালে গাউসিয়া কমিটির মানবিক সেবা কার্যক্রমের কথা জেনে ভূয়সী প্রশংসা করেন। তিনি নোয়াখালী জেলায় গাউসিয়া কমিটির সাংগঠনিক কাজের পরিধি বিস্তৃত করতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। মহাসচিব শাহজাদ ইবনে দিদার বলেন, ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় ইমাম হোসাইন (রা.) কারবালার মাঠে আপোস করেননি বিধায় মানবতা এখনো বেঁচে আছে। মানবিক কাজ করে করে সেই ইমাম হোসাইনের (রা.) উত্তরসূরীরা যুগে যুগে অবদান রেখে সমাজ পরিবর্তনের বার্তা দিয়ে যাচ্ছেন। তিনি সৈয়্যদ আহমদ শাহ সিরিকোটি (রহ.) প্রতিষ্ঠিত আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নীয়া স্ট্রাস্ট, সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.) প্রতিষ্ঠিত মানবিক সেবা সংস্থা গাউসিয়া কমিটি বাংলাদেশের পতাকা তলে সকলকে সমবেত হওয়ার আহ্বান জানান। আল্লামা কায়সার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন আল্লামা মিজানুর রহমান কাদেরী, আল্লামা সাকিব, নাত পরিবেশন করেন আল্লামা গফুর প্রমুখ। মাহফিলে নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডিএপি সার কারখানায় ৬ দাবিতে শ্রমিক কর্মচারীদের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধড. ইউনূসের নামে মামলা চলবে