চিটাগাং উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা বলেছেন, ব্যবসা শুরুর অগে সঠিক পরিকল্পনা করা প্রত্যেক উদ্যোক্তার জন্য অত্যন্ত জরুরি। চিটাগাং উইম্যান চেম্বারের উদ্যোগে এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল বুধবার সিডাব্লিউসিসিআই সেমিনার হলে ৫ দিনব্যাপী বিজনেস প্ল্যানিং ফর স্টার্টআপ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রধান অতিথি বলেন, বিজনেস প্ল্যানিং ফর স্টার্টআপ কোর্সটি শুধুমাত্র নতুন উদ্যোক্তা নয়, প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সঠিক পরিকল্পনা না থাকলে কোনো ব্যবসাই সফল হওয়া যায় না। স্বাগত বক্তব্য দেন, সিডাব্লিউসিসিআইর পরিচালক নূজহাত নূয়েরী কৃষ্টি। শুভেচ্ছা বক্তব্য দেন, প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষক সানজিদা কাইয়ুম।
বক্তব্য দেন, সিডাব্লিউসিসিআইর ভাইস প্রেসিডেন্ট ও অনুষ্ঠানের সভাপতি নিশাত ইমরান ও পরিচালক আকলিমা আক্তার আঁখি। এই কোর্সে ৩০ জন নারী উদ্যোক্তা অংশ নিচ্ছেন। প্রেস বিজ্ঞপ্তি।











