অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কক্সবাজারের বিদায়ী পুলিশ সুপার মো. হাসানুজ্জামান চকরিয়া থানার পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত ও থানার পাদদেশে রোপণ করেছেন ফুলের বৃক্ষ। গতকাল বুধবার তিনি কার্যক্রমে অংশ নেন। একইসাথে থানা পুলিশ এবং চকরিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথেও সাক্ষাৎ করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে কোন পুকুর বা জলাশয় যাতে খালি না থাকে। সেখানে মৎস্য চাষে উদ্যোগী হতে বলেছেন তিনি। একইসাথে বৃক্ষ রোপণের উপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। সেই নির্দেশনার আলোকে চকরিয়া থানার পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছি।
এসময় উপস্থিত ছিলেন পুলিশের চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার মো. তফিকুল আলম, থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল জব্বার, অপারেশন অফিসার রাজীব কুমার সরকার, চকরিয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ইবনে আমিন, সাধারণ সম্পাদক ছোটন কান্তি নাথসহ বিপুল সংখ্যক সাংবাদিক। পরে বিদায়ী পুলিশ সুপার পরিদর্শন করতে যান চকরিয়ার ছিটমহল হিসেবে খ্যাত দুর্গম ইউনিয়ন বমুবিলছড়ি।