১৩ মামলা, ৩১ হাজার টাকা জরিমানা

সড়ক-ফুটপাত দখল

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৮ আগস্ট, ২০২২ at ৭:৫১ পূর্বাহ্ণ

নগরের আন্দরকিল্লা, মোমিন রোড, ফিরিঙ্গিবাজার ও শাহ আমানত সেতু সড়কের দুই পাশে সড়ক ও ফুটপাতে মালমাল রেখে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
গতকাল পরিচালিত পৃথক আভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন। এর মধ্যে মারুফা বেগম আন্দরকিল্লা ও মোমিন রোডের উভয় পাশের ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ছয় দোকান মালিকের বিরুদ্ধে মামলা করে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এছাড়া মনীষা মহাজনের ফিরিঙ্গিবাজার এলাকা ও শাহ আমানত সেতু সড়কের উভয় পাশের ফুটপাত ও রাস্তা দখল করে পুরাতন লোহার মালামাল ও নির্মাণ সামগ্রী রেখে চলাচলে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতার দায়ে সাত জনের বিরুদ্ধে মামলা করে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।

পূর্ববর্তী নিবন্ধসৈকতে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ ভেসে এলো দুদিন পর
পরবর্তী নিবন্ধজঙ্গল সলিমপুরে ২৯ জনকে আসামি করে মামলা