সৈকতে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ ভেসে এলো দুদিন পর

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ আগস্ট, ২০২২ at ৭:৫০ পূর্বাহ্ণ

কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কলেজ শিক্ষার্থী মারুফের (১৮) মরদেহ ভেসে এলো দুদিন পর। গতকাল বুধবার দুপুরে শহরের সুগন্ধা পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ট্যুরিস্ট পুলিশ ও বীচকর্মীরা মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মারুফ গাজীপুরের কাপাসিয়া ফুলবাড়ি এলাকার রেজাউল করিমের ছেলে। তিনি গাজীপুর মেট্রোপলিটন কলেজের দ্বাদশ বর্ষের শিক্ষার্থী।
জানা যায়, গত সোমবার দুপুরে শহরের কলাতলী সৈকতে গোসল করার সময় স্রোতের টানে হারিয়ে যান মারুফ। এ ঘটনায় শাওন নামে আরেক কলেজ শিক্ষার্থীকেও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। তিনি এখন সুস্থ আছেন বলে জানান বীচকর্মীরা।
স্থানীয় বীচকর্মী মাহবুব আলম জানান, বুধবার দুপুরে স্থানীয়রা সাগরে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশ ও বীচকর্মীদের খবর দেয়। এরপর জেটস্কি যোগে সাগর থেকে লাশটি টেনে কূলে এনে হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কক্সবাজার রিজিয়ন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, কলেজ শিক্ষার্থী মারুফের মরদেহ গ্রহণের জন্য তার স্বজনরা কক্সবাজারে এসেছেন। এ বিষয়ে অভিভাবকদের আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধএই ধরনের পর্বতারোহণ ছেলেখেলা না
পরবর্তী নিবন্ধ১৩ মামলা, ৩১ হাজার টাকা জরিমানা