১০ বছর পর শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের সহযোগী ক্যাডার গিট্টু গ্রেপ্তার

আজাদী অনলাইন | বুধবার , ১৭ আগস্ট, ২০২২ at ৩:২০ অপরাহ্ণ

দীর্ঘ ১০ বছর পলাতক থাকার পর শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের সহযোগী ক্যাডার গিট্টু মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস জাহান।

তিনি বলেন, আজ ভোরে মানিককে গ্রেপ্তার করা হয়। মানিক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের অন্যতম সহযোগী ক্যাডার। তার বিরুদ্ধে বায়েজিদ থানায় অস্ত্র আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘ ১০ বছর পলাতক থাকার পর অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয় দুর্ধর্ষ এই সন্ত্রাসী।

আজ বিকেলে সংবাদ সম্মেলন করে এই ঘটনার বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে ২০১১ সালের ১১ জুলাই নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে একে-৪৭ রাইফেল অস্ত্র ও দুই সহযোগীসহ গ্রেপ্তার হয়েছিলেন গিট্টু মানিক।

পূর্ববর্তী নিবন্ধবাড়ির ৫০০ মিটার দূরে মিলল বোয়ালখালীর সাবেক ইউপি সদস্যের লাশ
পরবর্তী নিবন্ধরাউজানে অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতার