ইউক্রেন যুদ্ধে রাশিয়া পারমাণবিক কিংবা রাসায়নিক অস্ত্র মোতায়েন করতে পারে বলে গণমাধ্যমে সৃষ্ট জল্পনা সম্পূর্ণ মিথ্যা বলে বর্ণনা করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনও প্রয়োজন রাশিয়ার নেই। মস্কোয় আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে দেওয়া ভাষণে একথা বলেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। ইউক্রেন যুদ্ধে রসদ সরবরাহের লাইন হিসেবে ক্রাইমিয়াকে ব্যবহার করছে মস্কো, সমপ্রতি সেখানে একাধিক নাশকতা রাশিয়ার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। একাধিক বিস্ফোরণ রাশিয়া নিয়ন্ত্রিত ক্রাইমিয়ার একটি গোলাবারুদের ডিপোকে কাঁপিয়ে দিয়েছে এবং কয়েকটি ট্রেনের চলাচল ব্যাহত হয়েছে বলে জানিয়েছেন সেখানকার কর্মকর্তারা। খবর বিডিনিউজের।
ইউক্রেন যুদ্ধে রাশিয়া পারমাণবিক কিংবা রাসায়নিক অস্ত্র মোতায়েন করতে পারে বলে গণমাধ্যমে সৃষ্ট জল্পনা সম্পূর্ণ মিথ্যা বলে বর্ণনা করেন তিনি। ভাষণে শোইগু বলেন, সামরিক দৃষ্টিকোণ থেকে নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনও প্রয়োজন নেই। রাশিয়ার পারমাণবিক অস্ত্রের মূল উদ্দেশ্য হচ্ছে, পারমাণবিক হামলা ঠেকানো। ইউক্রেন যুদ্ধে রসদ সরবরাহের লাইন হিসেবে ক্রাইমিয়াকে ব্যবহার করছে মস্কো, সমপ্রতি সেখানে একাধিক ‘নাশকতা’র ঘটনা ঘটেছে, যা রাশিয়ার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। ক্রাইমিয়ায় মস্কোর উর্ধ্বতন প্রতিনিধি সের্গেই আকসিওনভ মঙ্গলবারের বিস্ফোরণে দুইজন আহত, ট্রেন চলাচলে বিঘ্ন এবং সামরিক ওই ডিপোর নিকটবর্তী একটি গ্রাম থেকে প্রায় দুই হাজার জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার খবর নিশ্চিত করেছেন।
বিশেষ সামরিক অভিযানে রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার কিংবা রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য প্রস্তুত রাখা নিয়ে গণমাধ্যমগুলো জল্পনা ছড়াচ্ছে। তথ্যগত এসব আক্রমণ পুরোপুরি মিথ্যা। শোইগু অভিযোগ করে বলেন, ইউক্রেনের সব সামরিক অভিযানের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। আর পশ্চিমা সামরিক জোট ন্যাটো পূর্ব ও মধ্য ইউরোপে একাধিক দফায় সেনা উপস্থিতি বাড়িয়েছে। মঙ্গলবারের ঘটনায় দিঝানকোই শহরের কাছে একটি বিদ্যুতের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলেও রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেখানো হয়েছে। ভিডিওতে একাধিক বড় বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসব শব্দ গোলাবারুদ বিস্ফোরণের কারণে হয়েছে বলে বলছে রুশ কর্তৃপক্ষ। রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ ৭টি যাত্রীবাহী ট্রেনের দেরি এবং ক্রাইমিয়ার উত্তরাঞ্চলে একটি লাইনের একাংশে রেল চলাচল বন্ধ রাখতে হয়েছে বলে খবর দিয়েছে।