ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণের চলমান কর্মসূচির অংশ হিসেবে কর্ণফুলি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও জনপ্রতিনিধিদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। গত রোববার নগরীর মাঝির ঘাটে ডায়মন্ড সিমেন্টের হেড অফিসে স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর প্রতিনিধিদের হাতে ফলদ, ঔষধি, বনজ গাছের চারা তুলে দেন পরিচালক লায়ন হাকিম আলী। এ সময় উপস্থিত ছিলেন নুরুল আলম মেম্বার, শিক্ষক মো. ইকবাল হোসেন, প্রধান শিক্ষক মোরশেদ নুর, মহিউদ্দীন আলাভী, মো. সাইফুদ্দীন, আজম আলী এবং ডায়মন্ড সিমেন্টের হেড অফ সেলস আব্দুর রহিম, সিনিয়র ডিজিএম আরিফুল ইসলাম, এজিএম একেএম মকবুল খন্দকার ।
লায়ন হাকিম আলী বলেন, আমাদের বেশি করে গাছের চারা রোপণ করে পরিবেশকে রক্ষা করতে হবে। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার জন্য সকলের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।