লাল সবুজের এই পতাকা
এই মাটি-জল পেলাম যেই
হানাদারের দোসররা সব
বুঝলো তাদের দিন আর নেই।
সুযোগ তারা খুঁজছিল খুব
ঘাপটি মারা ঘাতক সব
কেমন করে যায় থামানো
পিতা তোমার বজ্ররব।
পঁচাত্তরের কালো রাতে
নিলো কেড়ে তোমার প্রাণ
পারেনিতো নিতে তারা
“বঙ্গবন্ধু “নামের মান।
জাতির পিতা মুজিব তুমি
থাকবে বুকে চিরদিন
সবুজ শ্যামল দেশ পেয়েছি
শোধ হবেনা তোমার ঋণ।
মুজিবুর আঁকেন
উৎপলকান্তি বড়ুয়া
ঢেউ নদী জল সাগর অতল
রাতের আকাশে তারা,
মুজিবুর থির অটল পাহাড়
ঝরনার নীল ধারা।
টান টান টান বুক ফুলিয়ে সাহসেই কথা বলা
মুজিবের নামে সামনে সকল নির্ভয়ে পথ চলা।
ফুলে ফুলে ওড়ে কাছে আর দূরে
ডানা মেলে প্রজাপতি,
মুজিবুর যত অসম কাজের
সুষম রূপের গতি।
তাঁর মুখে সুর গন্ধ বিধুর অতুল কবিতা-বাণী
মুজিবুর আঁকেন সবুজে-লালের মানচিত্রখানি।