বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. আবু রেজা নদভী বলেছেন, বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন সরকারি অর্থে পরিচালিত অন্যতম একটি বড় সংস্থা। সরকার কওমী মাদ্রাসার সনদকে সরকারী স্বীকৃতি, ইসলামি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, মাদ্রাসা প্রতিষ্ঠা এবং পাঁচ শতাধিক মডেল মসজিদ প্রতিষ্ঠা করে দেশে ইসলামের খেদমতে অনন্য নজির স্থাপন করেছেন। তিনি দেশে ইসলামের প্রচার-প্রচারে বঙ্গবন্ধু ও তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনার অসামান্য অবদানের কথা তুলে ধরতে মসজিদের খতিব ও ইমামদের প্রতি আহবান জানান।
ইমাম প্রশিক্ষণ একাডেমি চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ইদ্রিছের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবদুল হক, ড. মোহাম্মদ শফিউল্লাহ কুতুবী। অনুষ্ঠান পরিচালনা করেন খাজা আহমদ মিয়াজী। প্রেস বিজ্ঞপ্তি।