চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষায় যাতায়াত করার জন্য ফ্রি বাস সার্ভিস চালু করেছে। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল ৭ টার দিকে এই বাস সার্ভিস চালু হয়। ভর্তি পরীক্ষা চলাকালীন রাঙ্গুনিয়া স্টুডেন্ট ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংগঠনের সহযোগিতায় প্রতিদিন বাস সার্ভিস রোয়াজারহাট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যাবে।বাস সার্ভিস চালুর সময় উপস্থিত ছিলেন হালিম আব্দুল্লাহ, রাসেল রাসু, প্রধান শিক্ষক মো. আবু সায়েম, মোস্তফা আজিজ, আবদুল মুবিন বাবর, সুনয়ন তালুকদার, মঈনুদ্দিন হাসান ফাহিম, সাবিনা চৌধুরী, আবু মোকাররম দস্তগীর, সাজ্জাদুল করিম, জোনায়েদ আল কাফি প্রমুখ।