যার সময় খারাপ তার পাশে থাকুন, যার নিয়ত খারাপ তার পাশ থেকে সরে আসুন! নিজের আত্মসম্মানটা ধরে রাখা খুব প্রয়োজন, জীবনে হয়তো কিছু ভুল মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে, ভুল জায়গায় সেক্রিফাইস করে, ভুল জায়গায় অনেকগুলো বছর সময় দিয়ে, ভুল একটা রেজাল্ট আসলো, মাত্র কিছু সময় এর ব্যবধানে। তাতে কী? জীবনতো থেমে যায়নি। সেই কঠিন সময়ে একা দাঁড়িয়ে সবটা মানিয়ে সময় চলে গেছেতো তার আপন গতিতে!
তার মানে কি জানেন? আপনি নিজেকে ভালো রাখতে শিখে গেছেন, নিজের আবেগকে কন্ট্রোল করতে শিখে গেছেন, অন্যের উপর নয় নিজের উপর বিশ্বাস রেখে একা পথে হাঁটা শিখে গেছেন, এতোসব আপনাকে কে শেখাতো, যদি ভুল মানুষ জীবনে না আসতো? সামনে আপনার জন্য অনেক ভালো দিন অপেক্ষা করছে, শুধু নিজেকে ভালোবেসে চেষ্টা চালিয়ে যান, নিজের চরিত্র ঠিক রাখুন আর আল্লাহর উপর আস্থা রাখুন। দেখবেন সেইদিন বেশি দূরে নয়!
মনে রাখবেন সবটায় ছিল আপনার ধৈর্য্য পরীক্ষা! আপনাকে শক্ত আত্মার মানুষ বানানোর জন্য এই আঘাতগুলো খুব দরকার ছিলো জীবনে। আর আল্লাহ সুবহানাল্লাহ নিজেই আপনার পাশে থেকে আপনাকে সবর শিখিয়েছেন। জীবন থেকে যা চলে গেছে তার হিসাব না-ই বা করলেন। নতুনভাবে নতুন করে আবার শুরু করুন। আত্মসম্মান নিয়ে বাঁচতে শিখুন। বিশ্বাস করুন আপনার চোখের পানিতে কারো কিচ্ছু যায় আসে না! আজকে যেটা আপনার জন্য বেদনার অন্যের জন্য ওটা হাস্যকর। তাই নিজেকে ভালোবেসে নিজের খেয়াল রেখে সবগুলো দায়িত্ব পালন করুন, সাথে নিজের পছন্দের কাজটাকে অবশ্যই আগলে রাখবেন। নিজের পছন্দের ইচ্ছেগুলোকে কখনোই হারিয়ে যেতে দিবেন না। নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজের, পরিস্থিতি যতই খারাপ হোক, মনে রাখবেন, আমি আমার। এটাই বাস্তব।