বেশ কিছুদিন ধরেই সামাজিক মাধ্যম থেকে দূরে আছেন ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’ তারকা টম হল্যান্ড। সমপ্রতি ইনস্টাগ্রামে এসে একটি ভিডিও শেয়ার করে জানালেন সামাজিক মাধ্যম থেকে দূরে থাকার কারণ। ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিও ক্লিপে টম হল্যান্ড বলেন, ইনস্টাগ্রাম ও টুইটার আমার কাছে অশান্তির জায়গা মনে হয়। নিজেকে নিয়ে অনলাইনে অনেক কিছু চোখে পড়ে যা দেখে কুঁকড়ে যাই। আমার মানসিক স্বাস্থ্যের জন্য এগুলো খুবই ক্ষতিকর। অভিনেতা আরও জানান, মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে ফোন থেকে ইনস্টাগ্রাম ও টুইটার ডিলিট করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ২০১৬ সালে মারভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ ছিল ‘স্পাইডারম্যান’ হিসেবে পর্দায় টম হল্যান্ডের প্রথম ছবি।