উদ্ধত প্রেমে ভালোবেসে
এনেছিলে বাংলার জয়গান,
হে বন্ধু প্রেমিক মুজিব।
মরণ – মায়ারে ত্যাগ করে
জ্বালিয়েছিলে আনন্দস্বপনের
শিখা বাংলার বুকে।
হে প্রজ্বলিত বন্ধু, ১৫ই আগস্ট,
ইতিহাস দেয় ডাক,
হীরকচূর্ণ বিচ্ছুরিত আলোর
শব্দাবলিতে বিশ্বময় তুমি দ্যুতি।
এ- বঙ্গে তুমি নব,
এখনো নবযুগের চালিকাশক্তি,
হে মুজিব।
দিগন্ত আকুল আর্তনাদে
ডুবে গেলো
বাংলার উদয় সূর্য,
শশাঙ্ক, তারকা।
তোমার বজ্র কন্ঠের
সুরমদিরা ক্ষণ
সময়েই থামিয়ে দিলো
নরঘাতক, নরপশুরা।
নিঝুম প্রহরে রক্ত বৃষ্টিতে
ভিজলো মগ্ন আকাশ,
তন্ময় আঙুল ঝংকারে ঝংকারে
ধ্বনিত হলো-জয়বাংলা, জয়বাংলা।
১৫ই আগস্ট শুয়ে আছে শান্তিতে,
তবু ইতিহাস দেয় ডাক
যুগল ভ্রমর আঁখি দুটি তোমার ,
শত- শতাব্দী দৃষ্টি মেলে
দেখবে বাংলার সূর্যহীরক হাসি।
মর্মরিয়া কাঁপছে সবুজ পাতারা,
ভোরের পাখিরা কাঁদছে এখনো।
১৫ই আগস্টের কালশিটের রক্তধারা
ফুলের গন্ধ হয়ে
সুঘ্রাণ ছড়াচ্ছে বাংলার
সরার প্রাণে।
হে বন্ধু জেনো -তুমি কবরের
সিন্দুক থেকে
আজও আমাদের মুক্তির অন্বেষ।












