বঙ্গবন্ধু ছিলেন মুক্তির মহানায়ক

জাতীয় শোক দিবসে আলোচনা সভায় ভূমিমন্ত্রী

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ আগস্ট, ২০২২ at ৬:৩০ পূর্বাহ্ণ

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাঙালি জাতির পিতা নন, তিনি ছিলেন বিশ্বের নিপীড়িত ও সুবিধা বঞ্চিত মানুষের অধিকার আদায় ও মুক্তির মহানায়ক। তিনি অদম্য সাহসী রাষ্ট্রনায়ক ছিলেন। পাকিস্তানি হানাদার সরকারের জেল, জুলুম অত্যাচার, কোনো কিছুই তাঁকে থামাতে পারেনি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে তিনি এদেশ স্বাধীন করেন। কিন্তু ১৯৭৫ সালে ঘাতকেরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে এদেশকে নেতৃত্ব শূন্য করে ঘাতকরা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে। বঙ্গবন্ধুকে হত্যার পর আমার পিতা প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুকে বঙ্গবন্ধুর হত্যাকারীরা গ্রেপ্তার করে কারাগারে নির্যাতনের মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শচ্যুতির চেষ্টা চালায়। মন্ত্রিত্বের প্রস্তাবও দেন। কিন্ত্র আমার বাবা খুনেদের সাথে কখনো আপোষ করেননি। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে আমৃত্যু আওয়ামী লীগ ও দেশের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। গতকাল সোমবার শোলকাটার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল মন্নান চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন। বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক, সিনিয়র সহসভাপতি এস এম আলমগীর চৌধুরী, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, সামশুদ্দিন আহমেদ চৌধুরী, আবুল মনসুর চৌধুরী মাঈনুদ্দিন, সুগ্রীব মজুমদার দোলন, পারভীন হাবিবা, আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, অসীম কুমার দেব, জসীমউদ্দিন আমজাদী, জসীম উদ্দিন চৌধুরী, আবু হানিফ, জাহেদুর রহমান, আলী আকবর ও আবু তাহের।

কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ : পটিয়া প্রতিনিধি জানান, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ক্রসিং এলাকায় গতকাল সোমবার জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। উপজেলা আ.লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। যুগ্ম সাধারণ সম্পাদক আমির আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন, ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ, এম এন ইসলাম, সাজ্জাদ আলী খান মিঠু, নজরুল ইসলাম টুকু, এস এম ছালেহ, জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, এস এম হোসাইন, সেলিম উল্লাহ খান, নুরুল আলম মেম্বার, আবু তৈয়ব, মুহাম্মদ ইসমাঈল, ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, দিদারুল আলম চেয়ারম্যান, নাজিম উদ্দিন হায়দার, ইউপি চেয়ারম্যান ছাবের আহমদ, ইউপি চেয়ারম্যান নুরুল হক, সোলায়মান তালুকদার চেয়ারম্যান, শাহেদুর রহমান শাহেদ, সাজ্জাদ হোসেন, ছৈয়দ আহমদ, কামাল আহমদ রাজা, রফিক আহমদ, আমজাদ হোসেন, আবদুল মান্নান খান, আবদুল করিম ফোরকান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু হত্যার সুবিধাভোগীদের সৃষ্ট উপজাত হচ্ছে বিএনপি : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধএল্‌ভিস প্রেস্‌লি : কিং অব রক অ্যান্ড রোল