স্বেুমণায় রক্তদান একটি মহৎ কাজ বলে মন্তব্য করেছেন সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সুদীপা দত্ত। গতকাল শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি সিটি কলেজ ছাত্রলীগ বৈকালিক শাখার উদ্যোগে আয়োজিত এক রক্তদান কর্মসূচি উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন তিনি।
কলেজ ছাত্রলীগ বৈকালিক শাখার আহ্বায়ক আশীষ সরকার নয়নের সভাপতিত্বে এবং যুব রেড ক্রিসেন্ট সিটি কলেজ শাখার তত্বাবধানে এতে উপস্থিত ছিলেন আকবর খান, মেহেদী হাসান শাকিল, অংকন শীল, মোহাম্মদ আব্দুল্লাহ, কাজী মো. সোহরাব উদ্দিন, আব্দুল মোনাফ, বেলাল হোসেন, বিজয়, সুদিপ্ত, ইফতি, নেয়াজ, রিয়াদ, রাকিব, ইব্রাহিম, ইমরান, মিশু, সাকিব, ইসফাক, মিরাজ, মিনহাজ, আরাফাত প্রমুখ। রক্তদান কর্মসূচীতে শতাধিক শিক্ষার্থী স্বেচ্ছায় রক্তদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।