জ্বালানি তেলের দাম, গাড়ি ভাড়া ও সকল পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাঁশখালী উপজেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার গুনাগরীতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী।
তিনি বলেন, হঠাৎ মধ্যরাতে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেশের জনগণকে বিপাকে ফেলেছেন। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ঊর্ধ্বগতির কারণে জনগণ যখন দিশেহারা, সারা দেশে লোড শেডিংয়ে জনজীবন যখন চরম বিপর্যস্ত, ঠিক তখনি সরকার তেলের দাম বাড়িয়ে তাদের দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। জনগণ তাদের অধিকার আদায়ে রাস্তায় নেমে পড়েছে। অবিলম্বে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে জনগণের ক্রয় ক্ষমতার আওতায় আনুন। খুব দ্রুত সময়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। অন্যথায় জনতার আন্দোলনে এ সরকারের বিদায় ঘণ্টা বাজবে।
এতে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান। উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লোকমানের সভাপতিত্বে ও সদস্য সচিব রেজাউল হক চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমেদ খান, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল আলম বুলবুল, জামাল হোসেন, লায়ন হেলাল উদ্দিন, আমিনুর রহমান চৌধুরী, এড. মো. কাশেম চৌধুরী প্রমুখ।
উত্তর জেলা বিএনপি : চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি গতকাল নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় ময়দানে অনুষ্ঠিত হয়। উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছালাহ উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক কাজী সালাহ উদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি সাথী উদয় কুসুম বড়ুয়া।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. এ হালিম, অধ্যাপক ইউনুছ চৌধুরী, নুরুল আমিন, নুর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। আরও উপস্থিত ছিলেন সদস্য এড. আবু তাহের, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, আজম খান, অধ্যাপক মহসিন, আবু আহমেদ হাসনাত, আলমগীর হোসেন ঠাকুর, আবদুল আউয়াল চৌধুরী, শহিদুল ইসলাম সাইদ প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, এই লড়াই সংগ্রাম বিএনপির নয়, খালেদা জিয়ার নয়, তারেক রহমানের নয়, আমাদের নয়, এই লড়াই বাংলাদেশের ১৮ কোটি মানুষকে বাঁচাবার লড়াই। এই লড়াইয়ে অবশ্যই সকল জনগণকে নিয়ে শরীক হতে হবে।
উত্তর জেলা ছাত্রদল : গণতান্ত্রিক আন্দোলনের কর্মী ভোলা জেলা ছাত্রদলের দলের সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম হত্যা এবং জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মিছিলটি নগরীর কাজীর দেউড়ি হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাসিমন ভবন দলীয় কার্যালয়ে এসে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ভি.পি আনছুর। সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আফছার জুয়েল। প্রধান বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক আনিছ আক্তার টিটু।
বিশেষ অতিথি ছিলেন রেজাউল করিম বাবু, আবুল কালাম আজাদ, মোজাহেরুল ইকবাল লাভলু, আবদুর রহিম, শফিউল আজম চৌধুরী, কে.এম হেলাল উদ্দিন, আরিফ উদ্দিন রিয়াদ, আনিসুর রহমান, পায়েল, ইরফানুল হাসান রকি। আরো উপস্থিত ছিলেন কাজী সেলিম উদ্দিন, সরোয়ার হোসেন রুবেল, আবু বক্কর, মহিন উদ্দিন মেসি প্রমুখ।